বুধবারের প্রবল ঝড় তুফানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে পাথারকান্দি বিধানসভা আসনের বিভিন্ন জায়গায়। টানা কয়েক ঘণ্টার ঝড় তুফানে অনেকের ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। অনেক জায়গায় গাছ পড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । ফলে দীর্ঘ ১২ ঘণ্টা বিদ্যুৎ কর্মীদের অনেক কসরতের পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও এখনো প্রত্যন্ত এলাকার বহু গ্রাম অন্ধকারে ডুবে রয়েছে । বাড়ি ঘর ছাড়া মন্দির, মসজিদ, গীর্জার ব্যাপক ক্ষতিসাধনের খবর পাওয়া গেছে । প্রবল ঝড়ের ফলে কাঁঠালতলী, মারুগাও, সোনাখিরা, সলগই, লোয়াইরপোয়া, বাজারিছড়া, কটামনি, ইচাবিল, আদমটিলা, তিনোখাল,গোকিলা,পাথারকান্দি, প্রভৃতি স্থানে তাণ্ডব চালিয়েছে প্রবল ঝড় তুফান।এদিকে বিস্তর ক্ষতিসাধন হলেও এখন পর্যন্ত প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। নির্ভরযোগ্য সূত্রের খবর শতাধিক ঘরবাড়ি ক্ষতিসাধন হয়েছে। এদিকে হঠাৎ অকাল বর্ষন ও ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে চোখে সর্ষ ফুল দেখছেন অনেকেই কারন ক্ষতিগ্রস্তের তালিকায় নিম্ন মধ্যবিত্তরা ফলে তারা সমস্যায় পড়েছেন। কারন নির্বাচন নিয়ে ব্যাস্ত প্রশাসনিক আধিকারিকরা। তবে ক্ষতিগ্রস্ত মানুষ স্থানীয় বিধায়ক কৃষেন্দু পাল ও জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন৷