টানা সাত দিন বিদ্যুৎ যন্ত্রণায় ভোগান্তির পর অবশেষে নতুন ট্রান্সফর্মার চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস বিদ্যুৎ গ্রাহকদের মাঝে।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিদুৎ সাব স্টেশনে। জানা গেছে,চলতি মাসের সতেরো এপ্রিল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সময় কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের একটি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে।তারপর থেকেই শুরু হয় বিদুৎ যন্ত্রনা। বিদ্যুৎ জ্বালায় অতিষ্ঠ হয়ে দপ্তরের আধিকারিকদের প্রতি ক্ষোভ দেখাতে থাকেন এলাকার জনগণ। বিভাগীয় দপ্তর অপর দুটি ট্রান্সফর্মার থেকে ভাগ করে করে বিভিন্ন ফিডারে
সাত দিন বিদুৎ যন্ত্রণায় ভোগান্তির পর আজ স্বস্তি পেলেন গ্রাহকরা।
বিদ্যুৎ পরিষেবা দিলেও চুরাইবাড়ি ফিডারে চরম ভোগান্তি শুরু হয়।পনেরো থেকে কুড়ি মিনিট বিদ্যুৎ থাকলেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বিস্তীর্ণ চুরাইবাড়ি জুড়ে।পরে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে গেলে তড়িঘড়ি শুরু হয় মেরামতির কাজ।অনেক চেষ্টা করেও মেশিনটি চালু না হওয়ায় পুরনো ৫ এমভিএ ট্রান্সফর্মারের বদলে নতুন ৮ এমভিএ নতুন ট্রান্সফর্মার পাঠানো হয় কদমতলা বিদ্যুৎ অফিসে।সেটি ইন্সস্টল করতে গিয়ে বিগত সাতদিন সময় লাগে। অবশেষে সকল প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে তিনটায় নতুন
সাত দিন বিদুৎ যন্ত্রণায় ভোগান্তির পর আজ স্বস্তি পেলেন গ্রাহকরা।
ট্রান্সফর্মারটি চালু করা হয়।তখন উপস্থিত ছিলেন ডিজিএম দেবাশীষ দাস, কদমতলা সাব স্টেশনের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস,চুরাইবাড়ি ফিডারের কর্মী আমির চৌধুরী সহ অফিসের অনান্য কর্মীরা।এদিকে সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস জানান, বর্তমানে পরিক্ষা মূলক ভাবে ট্রান্সফর্মারটি চালু করা হয়েছে। পুরোদমে এই ট্রান্সফর্মারটি চালু হলে মাঝে মধ্যে লোড শেভিং এর সমস্যা হলেও পূর্বের মতো এত সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের।পাশাপাশি এই ট্রান্সফর্মার থেকে চুরাইবাড়ি ফিডার ছাড়াও অন্যান্য ফিডার গুলিতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।কদমতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল।