কয়েক দিনের টানা বর্ষণের ফলে অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বরাক উপত্যকার।বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে দেখা দিয়েছে আমদানি সংক্রান্ত সহ নানা সংকট। জ্বালানি তেলের সংকট এবং শিলচর শহরে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে পেট্রোল-ডিজেলের সংকট। পেট্রোল পাম্পে এসে অনেক ক্রেতারা পেট্রোল না পেয়ে নিরাশ হয়ে চলে যেতে হচ্ছে। শিলচরের কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল দিতে পারবেন বলে জানিয়েছেন পাম্পের কর্মীরা।ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ধস পড়ে যাওয়ায় শিলং মেঘালয়ের রাস্তা বন্দ হয়েছে। এতে দেখা দিয়েছে বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে পেট্রোল ডিজেল ও শাক শব্জি আলু পিয়াজ ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট।সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের মা আনন্দময়ী ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েলের মেনেজার দুলন শর্মা জানান আগামীকাল পর্যন্ত তেল ছিল বিকেলে শেষ হয়ে যায়।দুলন শর্মা বলেন তেল শেষ হওয়ার পর আর তেল আসে নি। তিনি আরো বলেন রাস্তা বন্দ থাকার কারণে পেট্রোল পাম্পে পেট্রোলের সঙ্কট দেখা দিয়েছে এবং দুই দিনের ভেতরে তেল আসবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।