জুয়া বিরোধী অভিযানে সাফল্য অর্জন করলো শান্তির বাজার থানার পুলিশ। শান্তির বাজার থানার ওসি সঞ্জীত লষ্করের উদ্দ্যোগে শান্তির বাজার থানার অধীনে পৃথকভাবে গার্ধাং বাজার ও মনপাথর বাজারে জুয়া বিরোধী অভিযান চালায় । এই অভিযানে মনপাথর বাজারে রঞ্জীত মজুমদারের দোকানে অভিযান চালিয়ে জুয়াখেলার সামগ্রী নগদ অর্থ সহ একজনকে গ্রেপ্তার করাহয়। অপরদিকে গার্ধাং বাজারে অভিযানে
মেলা কে কেন্দ্র করে জুয়া ত্রিপুরায়।প্রশাসনের হস্তক্ষেপ দাবি কাঠালিয়া বাসীর।
জুয়াখেলার সামগ্রী নগদ অর্থ সহ দুইজনকে গ্রেপ্তার করাহয়। আজকের এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে তিনজনের বিরুদ্ধে হাতে মামলানিলো শান্তির বাজার থানার পুলিশ। আজকের অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার থানার ওসি সঞ্জীত লষ্কর। তিনি জানান শান্তির বাজারকে
মেলা কে কেন্দ্র করে জুয়া ত্রিপুরায়।প্রশাসনের হস্তক্ষেপ দাবি কাঠালিয়া বাসীর।
নেশামুক্ত ও জুয়া মুক্ত রাখতে প্রতিনিয়ত এইধরনের অভিযান চলবে। বুধবার রাতে কাঁঠালিয়া বাজারে মেলাকে কেন্দ্রকরে জুয়ার আসরে অভিযান চালানো হবে বলে জানাযায়। সকলে আশাবাদী এই অভিযানেও বিশেষ সাফল্য অর্জন করবে শান্তির বাজার থানার পুলিশ। শান্তির বাজারের লোকজন চাইছে কাঁঠালিয়া মেলায় জুয়ার আসর যারা বসিয়েছে তাদের প্রতি প্রসাশন কঠোর পদক্ষেপ গ্রহনকরুক।আগরতলা প্রতিনিধির রিপোর্ট ।