অবাক কাণ্ড হলেও সত্যি। ১৯ বছর ধরে এক অভিনেত্রীকে জুতো পাঠিয়ে চলেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এবার সেকথা সকলকে জানিয়ে দিলেন অভিনেত্রী।১৯ বছর ধরে তাঁর কাছে জুতো এসে চলেছে। তবে এত দিনেও তিনি কাউকে কিছু বলেননি। তাই এই জুতো কাণ্ডের কথা কেউ জানতেন না। তবে এবার আর চেপে রাখলেন না বিষয়টি। হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং খোলাখুলি জানিয়ে দিলেন তাঁকে ১৯ বছর ধরে জুতো পাঠিয়ে চলেছেন টম ক্রুজ।হলিউড তারকাদের তালিকায় সর্বকালের অন্যতম সেরা তো বটেই,এমনকি ইতিমধ্যেই কিংবদন্তিতে পরিণত
১৯ বছর ধরে অভিনেত্রীকে জুতো পাঠাচ্ছেন সুপারস্টার টম ক্রুজ।
হওয়া টম ক্রুজ কেন ডাকোটাকে এভাবে জুতো পাঠিয়ে চলেছেন? সেকথাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।ডাকোটা জানিয়েছেন, তখন ২০০৫ সাল। তাঁর ১১ বছর বয়স। প্রথম সিনেমায় পা রাখা। ওয়ার অফ দ্যা ওয়ার্ল্ড সিনেমায় ছিলেন টম ক্রুজ। কিশোরী ডাকোটাকে সেই সময় একটি সেলফোন উপহার দেন টম।সেটাই ছিল তাঁর প্রথম সেলফোন। এরপর যখন তাঁরা ২ জনই প্রেস ট্যুরে ছিলেন তখন ডাকোটার জুতোর প্রতি ভালবাসার কথা জানতে পারেন টম। তখনই আবার তাঁর জন্মদিনও পড়ে।জন্মদিনে ১১ বছরের ডাকোটাকে পছন্দের জুতোও উপহার দিয়েছিলেন টম। সেই থেকে এখনও তাঁর প্রতি জন্মদিনে টম ক্রুজ তাঁকে উপহারে পছন্দের জুতো পাঠাতে ভোলেন না।এত ব্যস্ত অভিনেতা। তাঁর সঙ্গে কত মানুষেরই প্রতিদিন দেখা হয়। সেখানে শত ব্যস্ততার মধ্যেও সেই ২০০৫ সালে দেখা হওয়া ডাকোটাকে জন্মদিনে জুতো পাঠাতে ভোলেন না টম। এটা ডাকোটা ফ্যানিংকে আজও মুগ্ধ করে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।