করিমগঞ্জের জেলা শাসক মঙ্গলবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ ও ২০ জুন ছুটি ঘোষণা করেছেন।আদেশে বলা হয়েছে লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকায় এবং বৃষ্টির জলে জেলার বেশী সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে ১৯ জুন, বুধবার এবং ২০ জুন বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।তবে পূর্বনির্ধারিত সুচি অনুসারে কোন
ভারী বর্ষণে কী পদক্ষেপ নিলো জেলা প্রশাসন।The district administration took measures during heavy rainfall.
পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে।২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(v) ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।