শ্রেনী কক্ষে ভূত আছে জেনেও সেখানেই রাত কাটালেন শিক্ষক,তারপর ইতিহাস।ক্লাসঘরে ভূত আছে, ছাত্রদের কাছে শুনে ওই ঘরেই রাত কাটালেন শিক্ষকতাদের স্কুলের একটি ক্লাসঘরে ভূত আছে। পড়ুয়াদের এই বিশ্বাসের কথা জানতে পারেন তিনি। এরপর সেই ক্লাসঘরেই রাত কাটালেন এক শিক্ষক।এ স্কুলে মাত্র ১ সপ্তাহ হল যোগ দিয়েছিলেন এক শিক্ষক। স্কুলটি তাঁর কাছে তাই নতুনই। স্কুলের ছাত্রদের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে উঠছিল। স্কুলে যোগ দেওয়ার পর সেদিন সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন তিনি। সেই সময় স্কুল চত্বরে একটি গাছ ভেঙে পড়ে।গাছ ভেঙে পড়া দেখে তাঁর ক্লাসের ছাত্ররা ভয়ে শিউরে ওঠে। অবাক লাগে ওই শিক্ষকের। তিনি জানতে চান গাছ ভেঙে পড়ায় ভয়ের কি আছে? ছাত্ররা তখন জানান তাদের পঞ্চম শ্রেণির ক্লাসঘরে ভূত আছে। এই গাছ ভেঙে পড়া তারই কাজ।ওই শিক্ষক ছাত্রদের অনেক করে বোঝানোর চেষ্টা
শ্রেনী কক্ষে ভূত আছে জেনেও সেখানেই রাত কাটালেন শিক্ষক,তারপর ইতিহাস।In the classroom, although ghosts exist, the teacher spent the night there, then history.
করেন যে এটা ভুল ধারনা। কিন্তু ছাত্ররা মানতে নারাজ। তাদের বদ্ধমূল ধারনা ওই ক্লাসটায় ভূত আছে।নুথাল রবিন্দর নামে ওই শিক্ষক তাই স্থির করেন ভুল ভাঙাতে হলে ওই ঘরে তাঁকে থেকে দেখাতে হবে। তিনি সকলকে জানান যে ঘরে ভূত আছে বলে সকলের ধারনা সেই ঘরে তিনি একা রাত কাটাবেন।যদি ভূত থাকে আর তার কিছু করার হয় তাহলে রাতেই যা করার করবে। তেলেঙ্গানার আদিলাবাদ জেলার আনন্দপুরে মণ্ডল পরিষদ আপার প্রাইমারি স্কুলে নতুন যোগ দেওয়া শিক্ষকের এই সাহসী ইচ্ছার কথা সকলেই জানতে পারেন।রবিন্দর শিক্ষকতার পাশাপাশি যুক্তিবাদী মঞ্চ জনবিজ্ঞান বেদিকা নামে একটি সংগঠনের সম্পাদকও। তিনি গত অমাবস্যার রাতে ওই পঞ্চম শ্রেণির ক্লাসঘরে রাত কাটান। পরদিন সকালে অক্ষত অবস্থায় বেরিয়েও আসেন।স্যারকে
শ্রেনী কক্ষে ভূত আছে জেনেও সেখানেই রাত কাটালেন শিক্ষক,তারপর ইতিহাস।In the classroom, although ghosts exist, the teacher spent the night there, then history.
সকালেও অক্ষত অবস্থায় দেখার পর ছাত্রদের মধ্যে থেকে ভয় কেটে যায়। এখন আর তারা পঞ্চম শ্রেণির ক্লাসে ভূত আছে একথা বিশ্বাস করছেনা। শ্রেনী কক্ষে ভূত আছে জেনেও সেখানেই রাত কাটালেন শিক্ষক,তারপর ইতিহাস।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।