কোন দেশের জাতীয় সঙ্গীতে কথা নেই?শুধুই সুর!পৃথিবীর কোন কোন দেশের জাতীয় সঙ্গীতে কথা থাকেনা,শুধুই সুর।কোন দেশের জাতীয় সঙ্গীতে কথা নেই?শুধুই সুর!পৃথিবীতে কটি এমন দেশ রয়েছে যাদের জাতীয় সঙ্গীতে কেবল সুর থাকে, কোনও কথা থাকেনা। ফলে জাতীয় সঙ্গীত বাজার সময় কেবল থাকে সুর।জাতীয় সঙ্গীত সব দেশেরই রয়েছে। জাতীয় সঙ্গীত দেশকে গর্বিত করে। ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কথাগুলি সুরের সঙ্গে বেজে ওঠে। দেশবাসীকে গর্বিত করে। এমনভাবেই বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীতে কথার ওপর সুর বসানো হয়।কিন্তু পৃথিবীতে এমন ৪টি দেশ রয়েছে যেখানে জাতীয় সঙ্গীতে কোনও কথা থাকেনা। কেবল সুর বাজে। স্পেন হল ৪টি দেশের একটি দেশ যাদের জাতীয় সঙ্গীতে সুর আছে, কথা নেই।কেন নেই? এর ইতিহাস
অনেকটাই পুরনো। ১৭৬১ সালে স্পেনের সুরকার মন্তেরোজ একটি সুর তৈরি করেন। যা তৈরি করা হয়েছিল স্পেনের সেনাবাহিনীর জন্য। এই সুরে স্পেনের সেনা কুচকাওয়াজ করত। সেটিই পরবর্তীকালে স্পেনের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। যাকে বলা হয় মার্চা রিয়েল।স্পেন ছাড়া বসনিয়া ও হার্জেগোভিনা-র জাতীয় সঙ্গীতে কেবলই সুর। যুগোস্লাভিয়া ভেঙে তৈরি হওয়া ৫টি দেশের একটি বসনিয়া ও হার্জেগোভিনা।অন্য যে ২টি দেশের জাতীয় সঙ্গীতে কেবল সুর আছে কথা নেই তারা হল সান মারিনো এবং কসোভো। ইউরোপের অতি ক্ষুদ্র দেশ সান মারিনো। এ দেশেরও জাতীয় সঙ্গীতে সুর আছে, কথা নেই।ইউরোপের আর এক দেশ কসোভোরও তাই। জাতীয় সঙ্গীত কথাবিহীন। কসোভো দেশটিও ইউরোপে। ফলে বিশ্বের যে ৪টি দেশের জাতীয় সঙ্গীতে কথা নেই সুর আছে, তার সবকটিই ইউরোপে।কোন দেশের জাতীয় সঙ্গীতে কথা নেই?শুধুই সুর! ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।