করিমগঞ্জ জেলার ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ দক্ষিণ করিমগঞ্জ, ১২৫ পাথারকান্দি এবং ১২৬ রামকৃষ্ণনগর (এস সি) বিধানসভা কেন্দ্রের জন্য ২০২৫ সালের পয়লা জানুয়ারীকে ভিত্তি করে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর খসড়া ভোটার তালিকা ২৯ অক্টোবর মঙ্গলবার করিমগঞ্জে প্রকাশ করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকা পরিদর্শনের জন্য জেলা আযুক্ত কার্যালয়ের নির্বাচন শাখা, সংশ্লিষ্ট চক্র আধিকারিকের কার্যালয় এবং সকল ভোটকেন্দ্রে পাওয়া যাবে। এই
মঙ্গলবার করিমগঞ্জ জেলার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর খসড়া ভোটার তালিকা প্রকাশ। On Tuesday, the draft electoral roll for special amendments in Karimganj district was published.
ভোটার তালিকায় কোন দাবি বা আপত্তি থাকলে তা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ৬, ৬(ক), ৭, ৮ নম্বর ফর্মে দাখিল করতে হবে। দাবি ও আপত্তি নির্বাচন নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে দাখিল করা যাবে। পাশাপাশি https://voters.eci. gov.in পোর্টালে এবং ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে ও দাবি ও আপত্তি দাখিলের আবেদন করা যাবে। দাবি ও আপত্তি দাখিলের জন্য সংশ্লিষ্ট বি এল ও এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে এই দাবি ও আপত্তির নিস্পত্তি করা হবে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৫ সালের ৬ জানুয়ারি। ২৯
মঙ্গলবার করিমগঞ্জ জেলার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর খসড়া ভোটার তালিকা প্রকাশ। On Tuesday, the draft electoral roll for special amendments in Karimganj district was published.
অক্টোবর তারিখে প্রকাশিত এই খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯৪৪৬২০ জন, এর মধ্যে পুরুষ ৪৭৯৭০৫ জন, মহিলা ৪৬৪৯০৪ এবং তৃতীয় লিঙ্গের ১১ জন রয়েছে। পাশাপাশি পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে ১০৯৯ টি। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।