অপারেশন চলাকালীন গিটার বাজালেন এক রোগী! শুনতে অবাক লাগলেও সত্যি।ব্রেন অপারেশন চলাকালীন গিটার বাজালেন রোগী, ভারতের মুকুটে নতুন পালকব্রেন অপারেশন শুনলেই সাধারণ মানুষের মনে হয় যথেষ্ট জটিল অপারেশন। রোগীকে তো অজ্ঞান করেই তা হবে। কিন্তু এক্ষেত্রে ভারতেই ব্রেন অপারেশনের সময় গিটার বাজালেন রোগী।প্রায় ২০ বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত। নাম গিটারিস্ট ডিস্টোনিয়া। এ রোগের চিকিৎসা তেমন নেই। আমেরিকার লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ৬৫ বছরের জোসেফ ডি’সুজা পেশায় একজন মিউজিশিয়ান। সুর নিয়েই তাঁর জীবন কেটেছে।তিনি ২০ বছর আক্রান্ত থাকার পর রোগ সারাতে হাজির হয়েছিলেন বেঙ্গালুরু শহরে। সেখানে ভগবান মহাবীর জৈন হাসপাতালের
অপারেশন চলাকালীন গিটার বাজালেন এক রোগী! শুনতে অবাক লাগলেও সত্যি।A patient played the guitar during surgery! It may sound surprising, but it’s true
নিউরো সার্জেনরা তাঁর মস্তিষ্কের অপারেশন করে এই রোগ নির্মূল করার লড়াই চালান। সফলও হন।ব্রেনের অপারেশন শুনলেই মানুষের মনে হয় এ বড় কঠিন অপারেশন। কঠিন বটে। তবে তাকে আধুনিক প্রযুক্তি ও নিজস্ব দক্ষতায় কতটা সরল করে ফেলা যায় তা দেখিয়ে দিলেন ভারতীয় চিকিৎসকেরা।এই অপারেশন চলে ৭ ঘণ্টা ধরে। এই ৭ ঘণ্টায় রোগীকে অজ্ঞান করা অর্থাৎ অ্যানাস্থেসিয়া দেওয়ার প্রয়োজন বোধ করেননি চিকিৎসকেরা। বরং জোসেফ ডি’সুজা সজ্ঞানেই অপারেশন থিয়েটারে ছিলেন।চিকিৎসকেরা নিজেদের কাজ করছিলেন। অর্থাৎ তাঁর ব্রেনে প্রয়োজনীয় অপারেশনে মন দিয়েছিলেন। আর তিনি মন দিয়েছিলেন তাঁর ভালবাসার গিটারে।যখন চিকিৎসকেরা জোসেফ ডি’সুজার ব্রেনের অপারেশন করেন তখন তিনি শুয়ে
শুয়ে গিটার বাজাচ্ছিলেন। এমন ঘটনা সত্যিই অবাক করেছে সকলকে। ব্রেন অপারেশন চলাকালীন যে রোগী গিটার বাজাতে পারবেন কে ভেবেছিল?চিকিৎসক শরণ শ্রীনিবাসন ছিলেন এই চিকিৎসক দলের প্রধান। ফাংশনাল নিউরো সার্জেনরা মিলেই এই অপারেশনকে সার্থক করে তোলেন। এটা অবশ্যই পৃথিবীর কাছে চিকিৎসাবিজ্ঞানে ভারতের সাফল্যের এক নয়া নজির তৈরি করল। অপারেশন চলাকালীন গিটার বাজালেন এক রোগী! শুনতে অবাক লাগলেও সত্যি।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।