তালিকা প্রকাশ বিশ্বের ১০০ টি শহরের, দেশের একটি শহর ও স্থান পেলো না এই তালিকায়!বিশ্ব সেরা বিলিতি শহর, প্রথম ১০০ সেরা শহরে ভারতের কোন শহরবিশ্বের সেরা শহরদের তালিকা প্রকাশিত হল। ১০০টি শহরের তালিকা প্রকাশিত হয়েছে। যার মধ্যে ভারতের কোনও শহরের জায়গা হল কি? হলে তা কত নম্বরে।বিশ্বের সেরা শহরের একটি তালিকা প্রকাশিত হল। বিশ্বের যে সব শহরের বাসিন্দা সংখ্যা ১০ লক্ষের বেশি সেইসব শহরের মূল্যায়ন করে রেসোনান্স নামে একটি সংস্থা। তারাই এই তালিকা প্রকাশ করেছে।যেখানে ১০ বছর ধরে নিজের ১ নম্বর জায়গা ধরে রাখল বিলিতি শহর। ভারতীয়দের বিদেশি শহরের নাম জিজ্ঞেস করলে প্রথমেই যে নামটা অধিকাংশ মানুষ বলে থাকেন সেটা হল লন্ডন।সেই ব্রিটিশ রাজধানী ১০ বছর ধরে টানা বিশ্বের সেরা শহর
তালিকা প্রকাশ বিশ্বের ১০০ টি শহরের, দেশের একটি শহর ও স্থান পেলো না এই তালিকায়!The list of the world’s 100 cities has been published, but a city from a particular country did not make it to this list!
হওয়ার শিরোপা ধরে রেখেছে। যদিও প্রতিবছরই মূল্যায়নের মাপকাঠিতে কিছু না কিছু পরিবর্তন থাকে। তা সত্ত্বেও লন্ডনকে তার ১ নম্বর জায়গা থেকে সরাতে পারেনি নিউ ইয়র্ক, প্যারিস, টোকিওরা। যারা ২, ৩ এবং ৪ নম্বর স্থান দখল করেছে।পঞ্চমে রয়েছে সিঙ্গাপুর, ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে রোমের। স্পেনের মাদ্রিদ ও বার্সিলোনা সপ্তম ও অষ্টম স্থান দখল করে নিয়েছে। নবম স্থানে জার্মানির বার্লিন জায়গা পেয়েছে। দশম হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।এখানে মনে হতেই পারে যে ভারতের কোনও শহর কত নম্বরে জায়গা পেল। যে
তালিকা প্রকাশ বিশ্বের ১০০ টি শহরের, দেশের একটি শহর ও স্থান পেলো না এই তালিকায়!The list of the world’s 100 cities has been published, but a city from a particular country did not make it to this list!
১০০টি দেশের ক্রমবদ্ধ তালিকা প্রকাশিত হয়েছে তাতে কিন্তু ১টি ভারতীয় শহরও নেই। যা অবশ্যই মনখারাপ করতে পারে ভারতীয়দের।মুম্বই ও দিল্লির সুযোগ থাকলেও একাধিক মূল্যায়ন মাপকাঠিতে ডাহা ফেল করেছে দেশের অন্যতম ২ শহর। যা একটা বড় ধাক্কাও বটে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।