দীর্ঘ দিন পর শ্রীভূমি জেলা থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি হওয়াতে আনন্দ উল্লাসে মেতে উঠলেন সীমান্তবর্তী এলাকার দলীয় কর্মী সমর্থকরা।রবিবার রাত আট টা নাগাদ সীমান্তবর্তী কাঁঠালতলী
এলাকার বিজেপি কর্মী সমর্থকরা একত্রে মিলিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। কাঠালতলি বাজার এলাকার আরজান হোটেলের সম্মুখে বাজি পটকা ফাটিয়ে ও বিধায়ক কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ ও হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাপিয়ে তুলেন। উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা সংখ্যালঘু মোর্চার উপ সভাপতি আব্দুল মান্নান, সেক্টর ইনচার্জ আব্দুল শুক্কুর, অবসরপ্রাপ্ত শিক্ষক মদন মোহন সিং,বাঘন
জিপীর প্রাক্তন সভানেত্রী শিপ্রা কৈরী, তাজ উদ্দীন, নন্দ লাল কৈরী,গৌস উদ্দিন, জিয়াউল হক, আরিফুল হক, সনত কুমার কৈরী, মৃদুল দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রীত্ব লাভে বাধ ভাঙ্গা উল্লাস পরিলক্ষিত হচ্ছে গোটা পাথারকান্দি সমষ্টির কর্মী সমর্থকদের মধ্যে। সমর্থকরা বাজি পটকা পুড়িয়ে ও আবির খেলে নিজেদের খুশি জাহির করছেন। রঞ্জিত কৈরির রিপোর্ট।