২৭ এপ্রিল করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে ডিসি অফিস পর্যন্ত ই-রিক্সা, অটো চলাচল নিষিদ্ধ করিমগঞ্জ ২৩ এপ্রিল : করিমগঞ্জের জেলা আয়ুক্ত লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য ২৪ এপ্রিল, বুধবার থেকে ২৭ এপ্রিল, শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে সব ধরণের ই-রিক্সা, ই-অটো এবং পেট্রোল অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। ফলে বুধবার থেকে শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে কোন ধরনের ই-রিক্সা, ই-অটো এবং পেট্রোল অটো চলাচল করতে পারবে না।