বৃহস্পতিবার করিমগঞ্জে প্রার্থীদের প্রতিদিনের নির্বাচনী ব্যয়ের হিসাব পরীক্ষার তৃতীয় সভা
করিমগঞ্জে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিদিনের নির্বাচনী ব্যয়ের হিসাব পরীক্ষার তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। জেলার ইলেকশন এক্সপেনডিচার ও মনিটরিং সেল থেকে এই সভায় করিমগঞ্জ লোকসভা আসনের সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ও তাঁদের ইলেকশন এক্সপেনডিচার এজেন্ট সহ প্রতিদিনের নির্বাচনী ব্যয়ের হিসেবের প্রমাণ নিয়ে সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি, ইলেকশন এক্সপেনডিচার ও মনিটরিং সেল থেকে প্রার্থীদের পার্ট এ বি সি রেজিস্টার অনুসারে প্রতিদিনের হিসেব প্রস্তুত করতে এবং এই হিসেব ২৪ এপ্রিল, বুধবার ক্রস চেক করার জন্য অ্যাকাউন্ট টিমের কাছে দাখিল করতে বলা হয়েছে। ক্রস চেক করার পরই হিসেবগুলি ২৫ এপ্রিল জেলার এক্সপেনডিচার অবজার্ভারের সম্মুখে চূড়ান্ত পরীক্ষার জন্য উপস্থাপিত হবে।