বিষ ঢেলে কৃষকের প্রচুর টাকার ক্ষতি কয়লাঘাটে, উদ্ধার ঔষধের বোতল। ফিশারিতে বিষ ঢেলে দিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি সাধন করেছে দূষ্কৃতীরা। প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে কৃষকের। ঘটনাটি ঘটেছে-পাথারকান্দির কুকিতল জিপির ৯ নং ওয়ার্ডের কয়লাঘাট গ্রামে। জানাগেছে-কয়লাঘাট গ্রামের লিটন শুক্লবৈদ্যের -বাড়ির পাশে তারই একটি ফিশারি রয়েছে। দীর্ঘ দিন যাবৎ এই ফিশারিতে মাছ চাষ করে তা বিক্রি করে আসছেন।শনিবার হঠাৎ দেখেন পুকুরের সম রকমের মাছ মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকেরা জাল নিয়ে পুকুরে নেমে মৃত ও অর্ধ মৃত প্রচুর মাছ উদ্ধার করেন ফিশারি থেকে। পরবর্তীতে মাছগুলো মাটিতে পুতে দেন। এদিকে আজ আবারও পুকুরের মাছ মরতে দেখে পুনরায় পুকুর থেকে মাছগুলো উদ্ধার করেন। এদিকে লিটন শুক্লবৈদ্য জানান-কে বা কারা
কয়লাঘাটে ফিসারিতে বিষ ঢেলে দুই লক্ষাধিক টাকা ক্ষতি কৃষকের। চাঞ্চল্য।In koylaghat, a fishery was poisoned, causing damage worth over two lakh rupees to farmers. This incident has caused quite a stir.
পুকুরে বিষ ঢেলে দিয়ে তাদের ক্ষতি সাধন করেছেন। ফিশারি থেকে একটি কীঠনাশক ঔষুধের পাত্র উদ্ধার হয়েছে। সেটিতে বিষাক্ত গন্ধ রয়েছে। প্রায় দেড় থেকে দু লক্ষাধিক টাকা তাদের ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান লিটন শুক্লবৈদ্য। রঞ্জিত কৈরীর রিপোর্ট নিউজ অবিকল।