পাথারকান্দি বিধানসভা আসনের অধীন অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঠালতলি স্থিত সেপিনজুরি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঘোষনা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুর এগারো ঘটিকায় কাঠালতলি এমভি স্কুলের মাঠে অনূষ্ঠিত হবে সমিতির বার্ষিক সাধারণ সভা।এদিনের সভায় প্রথমে বিগত সাধারণ সভার প্রস্তাবাদি পাঠ ও অনুমোদন গ্রহণ করা হবে। সমিতির ২০২৪-২৫ সালের বার্ষিক পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট অনূমোদন,২০২৩-২৪ সালের পরিক্ষীত স্থিতিপত্র পাঠ ও পর্যালোচনা করা হবে।তাছাড়া ২০২৪-২৫ সালের সমিতির আভ্যন্তরীণ হিসেব পরিক্ষক নিয়োগ,ও পারিতোষিক নির্ধারণ করা হবে। ২০২৪-২৫ সালের সমিতির সভ্যগণের ঋণ গ্রহণের উদ্ধতম সীমা নির্ধারণ করা হবে। তাছাড়া সমিতির সার্বিক উন্নতি নিয়ে বিশদ আলোচনা করা হবে।তাই সভাকে সুন্দর এবং স্বার্থক করে তোলার জন্য সবার সক্রিয় উপস্থিতি কামনা করেছেন সমিতির চেয়ারম্যান ও সম্পাদক যথাক্রমে বিজয়কুমার কানু (ভুবন)ও কলিম উদ্দিন। এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে।