এক গরুর পিছনে প্রায় আড়াই ঘন্টা ছুটে বেড়ালো পুলিশ কিন্ত কেন?একটি গরুর পিছনে আড়াই ঘণ্টা ছুটে বেড়াল পুলিশ।একটা গরুর পিছনে ছুটে বেড়াচ্ছে পুলিশ। কোনও সিনেমা নয়, বাস্তবেই ঘটল এমন ঘটনা। আড়াই ঘণ্টা ধরে গরুটির পিছনে ছুটতে হল পুলিশকর্মীদের।সে এক আজব দৃশ্য। একটি লাল বড়সড় চেহারার গরু ছুটছে। তার পিছু ধাওয়া করেছেন ঘোড়ার পিঠে এক মহিলা। আবার পুলিশও পিছু ধাওয়া করেছে গরুটির। সবাই ছুটছেন। কিন্তু গরু আর বাগ মানছে না।এটা একটা সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য বলে যাঁদের মনে হচ্ছে তাঁরা কিন্তু সঠিক ভাবছেন না। বরং আশ্চর্য দৃশ্য হলেও এটা বাস্তবেই ঘটেছে। ওই গরুটির
একটি গরুর পিছনে প্রায় আড়াই ঘন্টা ছুটে বেড়ালো পুলিশ কিন্ত কেন?A cow ran around for about two and a half hours behind a police officer. Why?
পিছনে আড়াই ঘণ্টা ধরে ছুটে বেড়িয়েছে পুলিশ।লক্ষ্য ছিল একটাই। গরুটিকে পাকড়াও করা। কিন্তু একটা গরু কার্যত হিমসিম খাইয়ে ছাড়ল পুলিশকর্মীদের। পুলিশ অবশ্য গরু পাকড়াও করার দায়িত্ব নেওয়ার পর মহিলা ঘোড়ায় চড়ে গরুকে ধাওয়া করা বন্ধ করেন।ভরসা রাখেন পুলিশে। আড়াই ঘণ্টা সময় নিলেও পুলিশ অবশেষে এক পুরনো রাস্তায় গরুটিকে দড়িতে বেঁধে ফেলে। প্রায় আড়াই ঘণ্টা ধাওয়া করেও তাকে পাকড়াও করতে না পেরে পুলিশ এরপর গরুটিকে খাবারের প্রলোভন দেখাতে শুরু করে।হয়তো আড়াই ঘণ্টা ধরে ছুটে বেড়িয়ে গরুটিরও খিদে বেশ চাগাড় দিয়েছিল। ফলে সেও খাবার দেখে পালানো ভুলে খাওয়ায় মন দিয়ে ফেলে।আর সেই মওকায় পুলিশ একটি ল্যাসো দড়ি দিয়ে তাকে ধরে ফেলে। যে মহিলা ঘোড়ার পিঠে গরুটিকে ধাওয়া করছিলেন, তিনিই ওই গরুটির মালিক। তাঁর হাতেই অবশেষে গরুটিকে তুলে দেয় পুলিশ।
একটি গরুর পিছনে প্রায় আড়াই ঘন্টা ছুটে বেড়ালো পুলিশ কিন্ত কেন?A cow ran around for about two and a half hours behind a police officer. Why?
ঘটনাটি ঘটেছে আমেরিকার ম্যাসাচুসেটসের ইস্ট ব্রিজওয়াটার এলাকায়।এক গরুর পিছনে প্রায় আড়াই ঘন্টা ছুটে বেড়ালো পুলিশ কিন্ত কেন? ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।