প্রবল বর্ষণে প্লাবিত অসম-ত্রিপুরা সীমান্তের কুর্তি গ্ৰাম। গৃহবন্দি বহু পরিবার ও শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে।টানা কয়দিনের মুষুলধারে বৃষ্টির ফলে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লাকাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জলে থৈথৈ অবস্থা।গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে অবস্থান করছে।তারমধ্যে এক নং ওয়ার্ডের মানিক নগরের অবস্থা ভয়াবহ রুপ ধারণ করেছে।ঐ এলাকায় ষাট থেকে সত্তোরটি পরিবারের বসবাস। মূলতঃ পাহাড়ি রাজ্য মিজোরাম সহ পাশ্ববর্তী রাজ্য
প্রবল বর্ষণে অসম ত্রিপুরা সীমান্তের কুর্তিতে গৃহবন্দি বহু পরিবার।During heavy rainfall, many families are trapped in their homes near the Assam-Tripura border.
অসমে লঙ্গাই ও সিংলা নদীর জল কুর্তি এলাকায় প্রবেশ করছে।ছোট বড় মোট ১০টি ছড়া এবং ৩টি নদীর জল গোটা মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে। বিশেষ করে কুর্তি নদী,থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে ঐ বিস্তীর্ণ অঞ্চল।বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায়।তাছাড়া ইতিমধ্যে কয়েকটি পরিবার কুর্তি হেল্থ সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন।সাথে সকল বাড়ি ঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।মানিক নগর এলাকার জলবন্দি জনগণ জানান, বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢুকে কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে।সরকারি তরফে এখন পর্যন্ত তাদের কোন ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি।বর্তমানে
প্রবল বর্ষণে অসম ত্রিপুরা সীমান্তের কুর্তিতে গৃহবন্দি বহু পরিবার।During heavy rainfall, many families are trapped in their homes near the Assam-Tripura border.
তাদের পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে। তাদেরকে ত্রাণ সামগ্রী না দিয়ে অত্যন্ত যাতায়াতের নৌকা ও বিদ্যুৎ পরিষেবা যেন দেওয়া হয় এই দাবি বানভাসিদের।বাম থেকে রাম সব আমলেই তাদের দীর্ঘদিনের সমস্যা সেই তিমিরে। পাশপাশি ছোট ছোট শিশু ও বাজার হাটে যাতায়াতে পড়তে হয়েছে চরম বিপাকে।সাথে রয়েছে চোরের উপদ্রব।রাতে ঘোর
প্রবল বর্ষণে অসম ত্রিপুরা সীমান্তের কুর্তিতে গৃহবন্দি বহু পরিবার।During heavy rainfall, many families are trapped in their homes near the Assam-Tripura border.
অন্ধকারে জীবন বাজি রেখে জলবন্দি অবস্থায় ঘরে থাকতে হচ্ছে গৃহস্থদের।তবে স্থানীয়রা জানান, নদী নালা জলাশয় ভরাট,সহ কৃষি জমি ভরাট করে ঘরবাড়ি তৈরি ইত্যাদির কারনে বন্যা ভয়াবহতা রুপ নিচ্ছে।দাবি তুলেছেন নদী নালা খনন সহ সংস্কারের।ব্যুরো রিপোর্ট