এমন বৃষ্টি আর কতদিন চলবে, মিলল পূর্বাভাসরাতভর বৃষ্টিতে কলকাতার অনেক জায়গা বানভাসি। সকালেও অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি আর কতদিন চলবে তার ইঙ্গিত মিলল।ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার দাপটে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছিল গত বুধবার থেকেই। বৃহস্পতিবার সেই বৃষ্টির দাপট বাড়ে। পূর্বাভাস ছিল শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু ঘূর্ণাবর্তটি নিম্নচাপের চেহারা নেওয়ায় শুক্রবারও দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টি হয়। সেই নিম্নচাপ গভীর নিম্নচাপের চেহারাও নেয়।শনিবার দুপুরের পর সেটি ঝাড়খণ্ডের দিক দিয়ে ক্রমে বিহার উত্তরপ্রদেশের দিকে চলে যাবে। যত সেটি উত্তরপ্রদেশের দিকে এগোতে থাকবে ততই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।আবহবিদরা মনে করছেন, শনিবার সন্ধের পর থেকেই আবহাওয়ার উন্নতি
আর কতদিন থাকবে এমন বৃষ্টি,মিললো পূর্বাভাস।How many more days will this rain continue? The forecast has arrived.
হবে। রবিবার এভাবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বৃষ্টি হবে। তবে তা হালকা থেকে মাঝারি। যেমন বর্ষার বৃষ্টি হয়। নিম্নচাপের প্রভাব রবিবার আর না থাকার কথা।দক্ষিণবঙ্গে যে বৃষ্টি ঘাটতি গত জুন ও জুলাই মাসে হয়েছিল তা এই অগাস্টের শুরুর বৃষ্টি কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে। এই ঘাটতি অগাস্ট ও সেপ্টেম্বরে আরও অনেকটাই কমবে বলে মনে করছেন আবহবিদেরা। এই ২ মাসে ভাল বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ।দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বৃষ্টি কিন্তু হবে। জুন মাসের শুরু থেকেই ভাল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। অতি বৃষ্টিও হয়েছে।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভাল বর্ষা চললেও বৃষ্টি কম পেয়েছে উত্তর দিনাজপুর। উত্তরবঙ্গের এই ১টি জেলাই সবচেয়ে কম বৃষ্টি পেয়েছে।আর কতদিন থাকবে এমন বৃষ্টি,মিললো পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।