করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিযোগে চলতি বছরের নভেম্বর মাস থেকে সরকার কর্তৃক বর্তমান মরসুমে ( KMS-1) কৃষকদের উৎপাদিত শাইল ধান কুইন্টাল প্রতি ২৩০০ টাকা দরে ক্রয়ের জন্য আবেদন আহ্বান করেছেন। এতে কৃষকদের এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আধার কার্ড, ভোটার পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংক একাউন্টের ফটোকপি, চাষের মাটির নথি, পাসপোর্ট সাইজের দুই কপি ফটো ও মোবাইল নম্বরসহ করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিকের কার্যালয়, রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়, কৃষি উন্নয়ন আধিকারিক অথবা স্থানীয় কৃষি সম্প্রসারণ সহায়কের সাথে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।