সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবি, মৃত্যু কিশোরের, নিখোঁজ অন্তত পাঁচজন সোনাই পূর্বাঞ্চল মধুরবন্দি গ্রামে নৌকা ডুবিতে মৃত্যু এক কিশোরের। নিখোঁজ আরও ৫ জন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা সাড়ে বারোটা নাগ। সূত্রে জানা যায় নয়জন যাত্রী নিয়ে মধুরবন্ধী গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সেসময় তাঁরা নৌকাটি সড়কের উপর রাখতে চাইলেও পারেননি। বাতাসে নৌকাটি ডুবে যায়। সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এরমধ্যে চার যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। আর এক কিশোরের পাঁচ যাত্রী তলিয়ে যান। এরমধ্যে ১৩ বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। এ খবর পেয়ে এসডিআরএফ তল্লাশি শুরু করে। এবং পৌঁছে এনডিআরএফ বাহিনীও। প্রতিবেদন লেখা অবদি দুই বাহিনী তলিয়ে যাওয়া লোকদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে।ব্যুরো রিপোর্ট।