নেশার গোপন সাম্রাজ্য করিমগঞ্জ জেলায়। এবার কোরিয়ারে সরবরাহ হচ্ছে নিষিদ্ধ ড্রাগস। এসপির অভিযানে উদ্ধার ড্রাগস। করিমগঞ্জ জেলার বারইগ্রাম এলাকায় পুলিশের ড্রাগসের বিরোধী অভিযান। অভিযানে জব্দ হয়েছে ছয় লক্ষ টাকা মূল্যের নেশা জাতীয় দ্রব্য। পুলিশের কঠোরতার মধ্যে এবার সরবরাহকারীরা চালিয়ে ছিল সরবরাহের নতুন কৌশল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো অভিযানে জব্দ হয় বৃহৎ পরিমাণের হেরোইন। এবার সরবরাহকারী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রাগসের সরবরাহ করার কথা ভেবেছিল। গ্রাইন্ডার মেশিনের বাক্সের ভিতরে ঢুকিয়ে ড্রাগস সরবরাহের চেষ্টা। এক্সপ্রেস ব্রিজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যাঙ্গালুরুতে প্রেরণ করার কথা ছিল নিষিদ্ধ ড্রাগস। অবশেষে পুলিশের অভিযানে গ্রাইন্ডার মেশিন বুকিং করা পার্সেলের প্যাকেট থেকে উদ্ধার হয় চারটি সাবানের বাক্সে থাকা বৃহৎ পরিমাণ হেরোইন। এই ক্ষেত্রে পুলিশ অধিক তথ্যের জন্য তদন্ত অব্যাহত রেখেছে।ব্যুরো রিপোর্ট