গরমে আসছে লম্বা বিদুৎ বিল। বিল দেখে হার্ট এ্যাটাক আসার উপক্রম। কী ভাবে হ্রাস টানবেন বিদুৎ বলে? বাড়ির বিদুৎ বিল কমানোর সহজ সাতটি উপায়। গরম মানে বিদ্যুতের খরচ বেড়ে যাওয়া মাসের শেষে বিদ্যুত বিল দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। মনে রাখবেন বিদ্যুতের বিল শুধু লাইট ফ্যান সময় মত বন্ধ করার উপর নির্ভর করে না। প্রতিদিন কিছু ছোট খাটো ভুলের কারণে বেড়ে যায় বিলের পরিমাণ। তাই শুধু শরীরের কেলরিতে নয় বিদ্যুতের খরচেও আনতে হবে ডায়েটের হিসেব। খুব সাধারণ কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার বাড়ির বিল আসবে খুবই কম। যার ফলে পকেটেও টান পড়বে না। অন্যদিকে গরমে ও কষ্ট হবে
বিদুৎ বিল কমানোর সেরা সাতটি উপায়।দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন।
না। কী ভাবে নিজের বিদুৎ বিল কমাবেন জানুন কয়েকটি গোপন উপায় পুরোনো বাল্ব বাতিল করুন। অনেকেই এখনও বাড়ীতে পুরোনো দিনের বাল্ব ব্যবহার করেন। এলামেনটের সাহায্যে জ্বলে ও আলো কিন্ত সেক্ষেত্রে তুলনামূলক অনেক বেশি বিদুৎ খরচ হয়। ফলস্বরূপ আসে লম্বা বিদুৎ বিল। এই সমস্যা থেকে মুক্তির জন্য বাড়ির সমস্ত বাল্ব বদলি করে এলইডি বাল্ব লাগান। দাম তুলনামূলক বেশি হলেও বিদুৎ খরচ হয় অনেক কম। রেটিং দেখে বৈদ্যুতিক সামগ্রী কিনুন যখন কোন বৈদ্যুতিন সামগ্রী কিনবেন তখন অবশ্যই ওই সরঞ্জামের স্টার রেটিং দেখে নেবেন। কারণ স্টার রেটিং যত বেশি হবে বিদুৎ খরচ তত কম হবে। সবসময় চেষ্টা করবেন ফাইভ স্টার রেটিং এর কোন ও সরঞ্জাম
বিদুৎ বিল কমানোর সেরা সাতটি উপায়।দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন।
কেনার। ফাইভ স্টার রেটিং এর সরঞ্জামের দাম তুলনামূলক অনেকটাই বেশি তবে একবার বেশি দাম দিয়ে কিনে নিলে বিদুৎ বিলের উপর চাপ পড়বে না। ব্যবহার না করলে এপ্লায়েন্সি বন্ধ রাখুন। যখন কোন অ্যাপ্লিয়ান্সি ব্যবহার হচ্ছে না তখন সেই সরঞ্জামটি বন্ধ রাখুন। অনেকেই টিভি বা ফ্রিজ ব্যবহার না করলে ও সেগুলো চালিয়ে রাখেন সেক্ষেত্রে বিদুৎ খরচ হয়। মাসের শেষে আসে মোটা অঙ্কের বিল। পাওয়ার স্ট্রিপ ব্যাবহার করুন অনেকের বাড়িতে একাধিক বিদুৎ সরঞ্জাম থাকলেও তা অনেকসময় অব্যবহৃত অবস্থায় থাকলেও চালু করা থাকে। জানেন সেক্ষেত্রে পাওয়ার স্ট্রিপ থাকলে একসঙ্গে সমস্ত বিদ্যুতিন সরঞ্জাম বন্ধ রাখা সম্ভব। ফলে বিদুৎ বিলে হ্রাস টানা সম্ভব। এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি তে রাখুন অনেকেই এসি কিনে তা
বিদুৎ বিল কমানোর সেরা সাতটি উপায়।দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন।
কম তাপমাত্রায় চালিয়ে রাখেন অত্যাধিক গরমে তা খুবই প্রয়োজনীয় কিন্ত এক্ষেত্রে খরচ ও বাড়ে। কারণ এসির তাপমাত্রা যত কমানো হয় কম্প্রেসার তত বেশি কাজ করতে শুরু করে যার ফলে তুলনামূলক অনেক বেশি পরিমাণ বিদুৎ খরচ হয়। এই সমস্যার সমাধানে এসি সবসময় ২৪ ডিগ্রি তাপমাত্রায় চালু রাখুন। এতে ঠাণ্ডা হতে বেশ কিছুটা সময় লাগলেও বিদ্যুতের বিল তুলনামূলক অনেকটাই কম আসে। সুইচ বন্ধ রাখুন অনেকেই মোবাইল চার্জ থেকে খোলার পর সুইচ বন্ধ করেন না এই বলে বেড়ে যায় বিদুৎ বিল। রিমোট দিয়ে এসি বন্ধ করার পর সুইচ বন্ধ না করলে মনে রাখবেন অতিরিক্ত বিদুৎ খরচ হয়। পুরনো যন্ত্র গুলো বাতিল করুন পুরনো তার যন্ত্র বিদুৎ বেশি খরচ করে। ফলে বিলের অঙ্ক অনেকটাই বেড়ে যায়। তাই দশ পনেরো বছরের পুরোনো যন্ত্র তাঁর ব্যবহার না করে আধুনিক ও কম ইউনিট খরচের তার এবং যন্ত্র ব্যাবহার করলে বিদ্যুতের বিল কম আসবে। নিয়মিত সার্ভিসিং করান ব্যাবহার করা যন্ত্রে সার্ভিসিং করার মাধ্যমে বিদ্যুতের খরচ কমানো সম্ভব। এতে যন্ত্র ভালো থাকে ও বিদুৎ খরচ কম হয়।
ব্যুরো রিপোর্ট