উত্তর জেলার দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের বিরুদ্ধে বহু দিন ধরে মাদক পাচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি ওসির চেয়ারে বসে দু একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে পরবর্তীতে সলিড সেটিং করে নিতেন এমনি বিস্ফোরক অভিযোগ রয়েছে।যদিও জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী একজন সৎ নিষ্ঠাবান ও সাহসী হওয়ায় মাদক ধরপাকড় করলেও
ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচারের সময় আটক দুই মহিলা।Two women were arrested for smuggling marijuana from Tripura to Assam.
থানার পুলিশ বাবুরা হাত পা গুটিয়ে বসে রয়েছেন।গত সোমবার (১০ জুন) পুলিশ সুপার গোপন খবরের ভিত্তিতে দামছড়া থানা এলাকা থেকে পঁচিশ কোটি টাকার হেরোইন উদ্ধার করেন।সাথে আটক করেন ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল সহ অপর এক হেরোইন পাচারকারীকে।আর তাতে সহজেই অনুমেয় যে,দামছড়া থানার বুক চিরেই সকল মাদক সরবরাহ হচ্ছে।এরি মাঝে মঙ্গলবার (১১ জুন) বিলেতি মদ বোঝাই বলেরো গাড়ি অসম থেকে রাজ্যে পাচারের অভিযোগ উঠে থানার কনস্টেবল সন্তোষ শীলের বিরুদ্ধে।নরেন্দ্র নগর এলাকার মনিপুরী বস্তির জনগণ একরাশ ক্ষোভ
ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচারের সময় আটক দুই মহিলা।Two women were arrested for smuggling marijuana from Tripura to Assam.
উগরে দিয়ে বলেন,মাদক পাচারের মৃগয়া ভূমিতে পরিণত হয়েছে দামছড়া থানা। থানার ওসি সঞ্জয় মজুমদার, সেকেন্ড ওসি ডেভিড ডার্লং ও কনস্টেবল তথা থানার ক্যাশিয়ার সন্তোষ শীল অর্থাৎ ঐ তিন পুলিশ বাবুরা মিলে রাজ্যে অবাধে মাদক প্রবেশে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মদত দিচ্ছে।সাথে গাঁজা বহিঃ রাজ্যে পাচারও করছে। পুলিশ সুপার মাদক ও মাদক পাচারকারীদের ধরপাকড়ের জন্য কড়া নির্দেশ দেন দামছড়া থানায়।তাই একপ্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুর সোয়া একটা নাগাদ নরেন্দ্র নগর নাকা পয়েন্টে দুই মহিলার কাছ থেকে পঁচিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।বুক চিতিয়ে নিজেকে সিঙ্গম পুলিশ
ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচারের সময় আটক দুই মহিলা।Two women were arrested for smuggling marijuana from Tripura to Assam.
অফিসার হিসেবে তুলে ধরতে এক সাক্ষাৎকারে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার জানান,পায়ে হেঁটে ত্রিপুরা থেকে অসমে প্রবেশের পথে দুই মহিলাকে আটক করা হয়।পরে তাদের ব্যাগ থেকে দশ প্যাকেটে তিন লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার হয়।সাথে আটক করা হয় ঐ দুই মহিলাকে।ধৃতরা যথাক্রমে শালিনী দাস।বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় ও আজমিরী বেগম।বাড়ি বিহারের বৈশালীতে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা
ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচারের সময় আটক দুই মহিলা।Two women were arrested for smuggling marijuana from Tripura to Assam.
আদালতে সোপর্দ করা হবে। এদিকে উত্তর জেলার পুলিশ সুপারের মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযানে বেজায় খুশি জেলা বাসী। পুলিশ সুপারকে সাধুবাদ জানানোর পাশাপাশি জেলা বাসী দামছড়া থানার তিন পুলিশ বাবুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট ।