হাইলাকান্দিতে পাঁচ দিন ধরে বন্যার কবলে চার শতাধিক পরিবার।রাজ্যে আবার বন্যার বিভীষিকা। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাইলাকান্দি জেলাতে বন্যার তাণ্ডব। জেলার বিভিন্ন প্রান্তে বর্তমানে জলের তলায় বহু পরিবারের ঘর কিন্ত খোজ খবর নেই জেলা প্রশাসনের। খোজ খবর নেই কোন জনপ্রতিনিধির। এই দৃশ্য হচ্ছে হাইলাকান্দি জেলার শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে থাকা নারাইনপুর চতুর্থ খণ্ড গ্রামের। এই গ্রামে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে পাঁচ দিন ধরে জলের তলায় গ্রামের প্রায় চার শতাধিক
হাইলাকান্দিতে বন্যার কবলে চার শতাধিক পরিবার।In Hailakandi, more than four hundred families are affected by the floods.
পরিবার। কিন্ত এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয় নি একটি ও আশ্রয় শিবির, দেওয়া হয় নি ত্রাণ সামগ্রী ও। যার ফলে খাদ্য সংকটে ভুগছে এই গ্রামের বহু পরিবারের সঙ্গে গবাদি পশু। তারপর এই গ্রামের ফখরুল ইসলাম বড়ভূঁইয়া নামের একজন যুবক নিজের পক্ষ থেকে নৌকা নিয়ে বন্যাক্রান্ত লোকের ঘরে গিয়ে কয়েকটি পরিবারকে কিছু ত্রাণ সামগ্রী বণ্টন করে। ত্রাণ সামগ্রী বণ্টন করে যুবকটি জানায় যে আজ পাঁচ দিন ধরে এই অঞ্চলের প্রায় চার শতাধিক পরিবার জলের
হাইলাকান্দিতে বন্যার কবলে চার শতাধিক পরিবার।In Hailakandi, more than four hundred families are affected by the floods.
তলায় কিন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো আধিকারিক এই গ্রামে যান নি এবং বন্যাক্রান্ত লোকের খবর ও নেন নি। জেলা প্রশাসনের কাছে তাঁর দাবি অতি শীঘ্রই এই গ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে গিয়ে ত্রাণ সামগ্রী বণ্টন করার সঙ্গে সঙ্গে পশু খাদ্য দেওয়ার ও দাবী জানিয়েছন তিনি।ব্যুরো রিপোর্ট ।