শেষ মুহুর্তে ভেঙে গিয়েছিল বিয়ে, কি হয়েছিল জানালেন সানি লিওনতাঁর বিয়ের সব কেনাকাটা হয়ে গিয়েছিল। বিয়ের জায়গাও ঠিক। শেষ মুহুর্তে ভেঙে যায় তাঁর বিয়ে। কি হয়েছিল জানালেন সানি লিওন।এক সময়ে নীল ছবির অন্যতম মুখ সানি লিওন এখন সেই জগত থেকে অনেক দূরে। এখন তিনি বরং বলিউড সহ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করছেন। ভারতীয় সিনেমার পরিচিত মুখ হয়ে উঠেছেন। সেই সানি এবার
শেষ মেষ ভেঙে গিয়েছিল বিয়ে, কী হয়েছিল খোদ জানালেন সানি লিওন।Sani Leon revealed that she had broken her last marriage.
জানালেন তাঁর জীবনের এক হৃদয় বিদারক অধ্যায়ের কথা।সানি একটি অনুষ্ঠানে হাজির হয়ে সে কাহিনি বলেন। সানি জানান, সেসময় তিনি একজনের সঙ্গে প্রেম করছিলেন। তাঁরা বিয়েরও ঠিক করে ফেলেছিলেন। ডেসটিনেশন বিয়ে হওয়া স্থির হয়েছিল। হাওয়াইতে হবে বিয়ে।বিয়ের জন্য পোশাকও কেনা হয়ে গিয়েছিল। বিয়ের অন্যান্য কেনাকাটাও অনেকটাই সম্পূর্ণ। বিয়ের তখন আর মাত্র ২৩ মাস বাকি। সেইসময় একদিন তাঁর মনে হয় তিনি যাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন, তিনি সানিকে আর ভালবাসেন না। একটা এমন অনুভূতি কাজ করে তাঁরসানি তাঁর হবু স্বামীকে সে কথা
শেষ মেষ ভেঙে গিয়েছিল বিয়ে, কী হয়েছিল খোদ জানালেন সানি লিওন।Sani Leon revealed that she had broken her last marriage.
সোজাসুজি জিজ্ঞেসও করেন। তিনি কি সানিকে এখনও ভালবাসেন? সানি জানান, সেই প্রশ্নের উত্তরে তাঁর সেই প্রেমিক সাফ জানিয়েছিলেন যে তিনি আর সানিকে ভালবাসেন না।এটা শোনার পর বিয়ের সব ঠিক হলেও সে বিয়ে ভেঙে যায়। পরবর্তীকালে সানির সঙ্গে দেখা হয় ড্যানিয়েল ওয়েবার-এর। ২ জনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বিয়ে করেন।এখন সানি ও ড্যানিয়েলের সুখের সংসার। তাঁদের ৩ সন্তান রয়েছে। তবে এই সুন্দর একটি সংসার পাওয়ার আগে তিনি যাঁকে বিয়ে করতে যাচ্ছিলেন তাঁর সঙ্গে বিয়ের সব ঠিক হয়েও সানির বিয়ে ভেঙে গিয়েছিল। সে কাহিনি এতদিনে নির্দ্বিধায় সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী সানি লিওন। ব্যুরো রিপোর্ট।