নদীগর্ভে তলিয়ে যাচ্ছে লোয়াইরপোয়া জিপির চার নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িঘর। ভাত ঘুমে জলসম্পদ বিভাগ। বিধায়কের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা৷ ইতিমধ্য লঙ্গাই নদীর বুকে তলিয়ে গেছে শৌচালয় সহ বাড়ির বহু অংশ এখন যাওয়ার পালা শুধু ঘরবাড়ি। ভুক্তভোগী শংকর দাস,সঞ্জয় দাস,হীরক দাস, রুজি দাস,শান্তি চন্দ ও টিটু দের বাড়ির অর্ধেক অংশ তলিয়ে গেছে নদীগর্ভে। অসহায় এই পরিবারগুলি এক
নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বহু ঘর বাড়ি,কুম্ভনিদ্রায় জলসম্পদ বিভাগ অভিযোগ।In the womb of the river, lie many houses and mansions, submerged in the wealth of aquatic division in slumber.
আতংকের মধ্য দিন গুজরান করছেন কিন্তু জলসম্পদ বিভাগ বা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের খোজ নেওয়ারও প্রয়োজন মনে করছেন না। ফলে তাদের একমাত্র ভরসা এখন বিধায়ক কৃষেন্দু পাল। তারা বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন অন্যথায় যেকোনো মুহুর্তে তলিয়ে যেতে পারে তাদের স্বপ্নের সেই বাড়ি। ব্যুরো রিপোর্ট ।