বিধায়ক জাকির হুসেন লস্করের বিরুদ্ধে ক্ষোভ বানভাসি মানুষের । নির্বাচনের সময় গ্রামে গ্রামে ঘুরে ভোট ভিক্ষা করা জনপ্রতিনিধিরা আজ সন্ধানহীন। জনগণ চাইছেন জনপ্রতিনিধি কে কিন্ত কোন খবর নেই জনপ্রতিনিধির। হ্যাঁ আসলে এটাই হচ্ছে হাইলাকান্দিতে। হাইলাকান্দি সমষ্টির নারাইনপুর চতুর্থ খণ্ডে গত কয়েকদিন ধরে মুষলধারে বর্ষণের ফলে গ্রামের প্রায় চার শতাধিক পরিবার জলের তলায়। কিন্ত এখন পর্যন্ত এই বন্যাক্রান্ত
বিধায়কের বিরুদ্ধে ক্ষুব্ধ বানভাসী মানুষ।বন্যার সময় একাংশ জনপ্রতিনিধি সন্ধানহীন অভিযোগ জনগণের।Angry residents against the lawmaker. During the chaos, a section of the public alleges representatives are unavailable.
লোকদের খবর নেন নি হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হুসেন লস্কর। ফোন করলে ও কোন ফোন রিসিভ করছেন না বলে অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। পাঁচ দিন ধরে কৃত্রিম বন্যার জলে প্লাবিত পরিবারের লোকরা বিধায়ক কে বহু বার ফোন করেছেন তাঁদের দুঃখ বলার জন্য। কিন্ত একবার ও বিধায়ক রিসিভ করেন নি তাদের ফোন। তারপর হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।ব্যুরো রিপোর্ট ।