হাইলাকান্দিতে গ্রামীণ রাস্তা নির্মাণের নামে বৃহৎ দুর্নীতি। উত্তাল প্রতিবাদ স্থানীয় জনগণের।এটেনশন মন্ত্রী রঞ্জিত দাস মহোদয়। আপনার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগে কী চলছে জানেন ? দেখুন আমার এই প্রতিবেদন। এই দৃশ্য দেখুন,এই দৃশ্যটি হচ্ছে হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীনে ছৈয়দ বন্ধ জিপির। ৭ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে একটি রাস্তা নির্মাণের কাজ হাতে দিয়েছে আলগাপুর উন্নয়ন খণ্ড। কিন্ত প্রায় তিন বছর পর ও এখনও পর্যন্ত সম্পূর্ণ হয় নি এই তিন কিলোমিটার রাস্তার কাজ। কাজ না করে জব কার্ডের অধীনে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে ছৈয়দবন্ধ জিপির জিআরএস ইমরান হুসেন এবং অভিযন্তা তজমুল হুসেনের বিরুদ্ধে। আজ আলগাপুর ছৈয়দবন্ধের স্থানীয় জনগন বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন। কেননা বহু বার আলগাপুর উন্নয়ন খণ্ডের এই জিপির সঙ্গে উন্নয়ন খণ্ডের অধীনে প্রায় জিপিতেই দুর্নীতি চলছে বলে অভিযোগ উত্থাপন করার পর কোন সফলতা পান নি। তাই বাধ্য হয়ে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস কে দাবী জানিয়েছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। সঙ্গে উচ্চ
দুর্নীতি নিয়ে সরব হলেন জনগণ।জিপি আধিকারিকদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি প্রতিবাদী জনগণের।
পর্যায়ের তদন্ত করার দাবি জানিয়েছেন জিআরএস ইমরান হুসেন মজুমদার এবং অভিজন্তা তজমূল হুসেনের বিরুদ্ধে। এই দুজনের ছত্র ছায়াতে দুর্নীতির পাহাড় হিসেবে গড়ে উঠেছে আলগাপুর উন্নয়ন খণ্ড। অতি শীঘ্রই তদন্ত করে দুর্নীতি মুক্ত আলগাপূর খণ্ড গড়ে তোলার দাবী জানিয়েছেন তাঁরা।অন্যথা বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন স্থানীয় জনগণ।হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট।