মদ্য পান কেনো করলেন অভিনেত্রী রিচা চাড্ডা।নাচ ঠিক করতে মদ্যপান করে বসলেন অভিনেত্রী। একের পর এক টেক হচ্ছে। আর তা বাতিল হচ্ছে। এভাবে ৩০-৪০টা টেক চলার পর তিনি স্থির করলেন তিনি মদ্যপান করে নাচটা ঠিক করার চেষ্টা করবেন।
পর্দায় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখে, নাচ দেখে, তাঁদের কাজ দেখে দর্শক অভিভূতও হন, আবার জঘন্যও বলেন। যদিও একজন অভিনেতা তাঁর সেরাটাই তুলে ধরার চেষ্টা করেন ক্যামেরার সামনে। সিনেমায় সকলে চূড়ান্ত শটটাই দেখতে পান।তার আগে সেই শট নিয়ে কতটা কসরত, কতটা পরিশ্রম, কতটা সময় অভিনেতা থেকে কলাকুশলীদের দিতে হয়েছে তার খবর কেউ রাখেন না। এমনকি হিরামান্ডি-তে একটি নাচের
চল্লিশ টি টেক চলার পর মদ্য পান করে নাচ ঠিক করার চেষ্টা এক অভিনেত্রীর। কিন্ত মদ্য পান কেনো ?
দৃশ্যে অভিনয় করতে গিয়ে এক অভিনেত্রীকে মদ্যপানও করতে হল। চমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী রিচা চাড্ডা জানিয়েছেন তিনি একটি নাচের দৃশ্যে একের পর এক রিটেক দিচ্ছিলেন। কিছুতেই ঠিক হচ্ছিল না কাজ।৩০-৪০টা রিটেক দেওয়ার পর তিনি স্থির করেন তিনি একটু মদ্যপান করে অভিনয় করবেন। তাতে যদি তাঁর অভিনয়, তাঁর নাচ সঠিক হয়। ভাবামাত্র রিচা একটু জিন পান করেন। তারপর ফের নাচের দৃশ্যে অভিনয় শুরু করেন। যদিও তাঁর মতে, তাতেও খুব একটা কাজ হয়নি।একটি টিভি শোতে এসে রিচা আরও জানান, হিরামান্ডিতে অভিনয় করার সময় একটি টেকে তিনি সেঞ্চুরি করতে করতেও শেষ মুহুর্তে করে উঠতে পারেননি। ৯৯টা টেকের পর অবশেষে তিনি তাঁর সেরাটা ক্যামেরার সামনে তুলে ধরেন। যা পরিচালকের স্বীকৃতিও
চল্লিশ টি টেক চলার পর মদ্য পান করে নাচ ঠিক করার চেষ্টা এক অভিনেত্রীর। কিন্ত মদ্য পান কেনো ?
পায়।এমন নানা ঘটনাই কিন্তু সেটে ঘটতে থাকে। দর্শক শুধু সিনেমাটা দেখার সুযোগ পান। তার পিছনে অনেক লড়াইয়ের কাহিনি ওই সেটেই স্মৃতি হয়ে থেকে যায় কয়েকজনের কাছে।