পাকা গোয়েন্দার কাজ করল একটি ছাগলএকটি ছাগল হয়ে উঠল পাকা গোয়েন্দা। এমন এক ঘটনা ঘটেছে যে সকলে বেশ অবাক হয়েছেন। মানুষ যা করে উঠতে পারছিলনা,তা করল ওই ছাগল।একদল উদ্ধারকারী চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু কিছুতেই কাজটা করে উঠতে পারছিলেননা। তাঁদের সঙ্গে ছিল একটি ছাগল। অবশ্যই পোষা। সেই ছাগল কিন্তু করে দেখাল। পাকা গোয়েন্দার মত ওই উদ্ধারকারীদের নিয়ে গেল সঠিক জায়গায়।সেখানে উদ্ধারকারীরা পৌঁছতে চেয়েও পৌঁছতে পারছিলেননা। কারণ বুঝতেই পারছিলেননা অবস্থান। ছাগলটি কিন্তু বেশি সময় নেয়নি এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সে তার কাজ খুব দ্রুত করে দেয়। ফলে উদ্ধারকারীদের সঠিক জায়গায় পৌঁছতে সমস্যা হয়নি। ভেড়াটিকে পেতেও সমস্যা হয়নি।সড়কের ওপর একটি ভেড়া উদভ্রান্তের মত ঘুরে বেড়াচ্ছে। এদিক ওদিক হাঁটছে, ছুটছে। এটা জানার পর ভেড়াটিকে উদ্ধার করতে হাজির হন মাই লাভলি হর্স রেসকিউ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।তাঁরা ভেড়াটিকে খোঁজার চেষ্টা করলেও ব্যর্থ হন। কিছুতেই বুঝতে পারছিলেননা ভেড়াটি কোথায় লুকিয়ে পড়েছে। তাঁদের সঙ্গে থাকা পোষা ছাগলটির কিন্তু ভেড়ার হদিশ পেতে বেশি সময় লাগেনি।ছাগলটিই উদ্ধারকারীদের পৌঁছে দেয় যেখানে।ঝোপের মধ্যে ভেড়াটি ছিল সেখানে। এরপর আর সে ভেড়াকে উদ্ধার করতে অসুবিধা হয়নি উদ্ধারকারীদের।ভেড়াটি কার তা জানা যায়নি। কারণ তার গায়ে কোনও পরিচয় চিহ্ন ছিলনা। তবে তাকে উদ্ধার করে যত্নে রাখা হয়। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে।একটি ছাগলের হাত ধরে যে ভেড়াটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে সেকথা ওই প্রাণি উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। ফলে ঘটনাটির কথা এবং ছাগলটির গোয়েন্দাগিরির কথা জানতে পারেন অনেকেই। এবার ছাগল করে দিলো অনেক বড় কাজ। নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল।