প্রবীণ বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করলো আসাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ নিজে বাস ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কবীন্দ্র পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করা হয় 94 বছর বয়সী কবীন্দ্র পুরকায়স্থ তথা উত্তর পূর্বাঞ্চলের বিজেপির প্রতিষ্ঠাতা এবং প্রবীন শিক্ষাবিদ, শুক্রবার ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয় এদিন । এই দিনে, তাঁর বাড়িতে একটি সভার আয়োজন করে, শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ তাঁকে ডিগ্রি প্রদান করেন, যিনি উত্তর-পূর্বাঞ্চল বিজেপির প্রতিষ্ঠাতা তথা শিক্ষাবিদ হিসাবেও পরিচিত ছিলেন। তাঁর অধীনে শিক্ষা লাভ করে বিভিন্ন মানুষ আজ এই শুভ দিনে কবীন্দ্র পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি
প্রবীন বিজেপি নেতা তথা শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থ কে ডক্টরেট ডিগ্রি প্রদান করলো অসম বিশ্ববিদ্যালয়।Veteran BJP leader and scholar Kabindra Purkayastha has been awarded a doctorate degree by Assam University.
প্রদান করে গর্বিত বোধ করছে। এ ছাড়া সর্বস্তরে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই দিনে আরএসএসের প্রবীণ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালা, অশোক পাল চাধুরী, শঙ্কর ভট্টাচার্য, মহাবীর জৈন, এবং মিশন রঞ্জন দাস এবং আরও অনেক সিনিয়র কর্মী উপস্থিত ছিলেন।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল