আজ মনসা মায়ের পুজো হচ্ছে ঘরে ঘরে বিভিন্ন বাড়ি সহ আগরতলার দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মনসা পূজামনসা পূজা মূলত শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে অনুষ্ঠিত হয়।মনসা, কেতকা, পদ্মাবতী—এই নামেই মনসাদেবী সমধিক প্রসিদ্ধ। তিনি বিহার , বাংলা , ত্রিপুরা,ওড়িশা , ঝাড়খণ্ড , আসাম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশে এবং উত্তরাখণ্ডে প্রধানত সাপের
মহা ধুমধামে মনসা পূজো পালিত ত্রিপুরার রাজধানী আগরতলায়।The grand celebration of Mansa Puja is held in Agartala, the capital of Tripura
কামড় প্রতিরোধ ও নিরাময়ের জন্য এবং উর্বরতা ও সমৃদ্ধির জন্য পূজিত হয়ে থাকেন। হিন্দুধর্মে মনসা হলেন ভগবান শিবের কন্যা কিন্তু একজন ঋষির দ্বারা লালিত-পালিত হয়েছিলেন তিনি।আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট নিউজ অবিকল।