আরজি কর মেডিক্যালে কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে শিলচরে ধুন্ধুমার কাণ্ডআরজি কর মেডিক্যালে কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে শিলচরে ধুন্ধুমার কাণ্ড ঘটল।এবিভিপির সঙ্গে তৃনমূলের সংঘর্ষ।শনিবার এবিভিপির তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করে। বিশাল মিছিল ট্রাঙ্ক রোড পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করতে গেলে তৃণমূল কর্মীরা এসে বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে শুরু
মুখ্যমন্ত্রীর কু”শ”পু”তু”ল “দা”হ করতে গিয়ে এভিবিপি ও তৃনমুল কংগ্রেসের মধ্য উ”ত্তে”জ”না শিলচরে।Tensions flared in Silchar between ABVP and Trinamool Congress members during an attempt to burn an effigy of the Chief Minister.
হয় বাকবিতন্ডা। খবর পেয়ে পৌঁছে পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান শুরু করে।তৃণমূল কংগ্রেসের কর্মীরা কুশপুতুল দাহ করতে দেয়নি।এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।পৌঁছেন অতিরিক্ত পুলিশ সুপার।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়াস চালাচ্ছেন।পুলিশ অনেক বাধা দেওয়ার পরে ও এবিভিপির সদস্যরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন।