ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখার সভাপতি ডা. সঞ্জীব দেবর্বমা জানিয়েছেন, আর জি কর হাসপাতালে ওই নারকীয় ঘটনা প্রতিবাদ স্বরূপ দেশব্যাপী আগামীকাল চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্যেও কার্যকর হবে। তবে, রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। তাঁর দাবি, রোগীদের স্বার্থে ইমার্জেন্সি বিভাগে ওপিডি পরিষেবা চালু থাকবে। ওইদিন ওপিডির নির্দিষ্ট স্থানে চিকিৎসকরা রোগী দেখবেন না। তবে, ইমার্জেন্সি বিভাগে সমস্ত রোগের চিকিৎসকরা রোগী দেখবেন। জায়গায় সংকুলানের কারণে ভিড় কিছুটা বেশী হবে।
স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বললেন ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের ত্রিপুরা শাখার সভাপতি?What did the president of Tripura branch of Indian Medical Association say about health services
কিন্তু এক্ষেত্রে রোগীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।সাথে তিনি যোগ করেন, সমস্ত জরুরী পরিষেবা আগামীকাল চালু থাকবে। ফলে, কেমোথেরাপি এবং ডায়ালাইসিস পরিষেবা অন্যান্য দিনের মতোই চালু রাখা হবে। তিনি জানান, জরুরী ভিত্তিতে ছাড়া কোনো ধরণের অস্ত্রপ্রচার রাজ্যের হাসপাতালগুলিতে হবে না। এই সিদ্ধান্ত জিবিপি এবং আইজিএম হাসপাতাল সহ রাজ্যের সমস্ত জেলা, মহকুমা হাসপাতাল, প্রাথমিক ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে সিদ্ধান্ত কার্যকর হবে।তিনি বলেন, কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে নারকীয় ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। চিকিৎসক কূলের নিরাপত্তার প্রশ্নে প্রতিবাদের অঙ্গ হিসেবে আগামীকাল চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তকে সর্মথন করা এবং নানাবিধ অসুবিধা মেনে নেওয়ার জন্য রোগী ও তাঁদের পরিবারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট নিউজ অবিকল।