এবার বিধায়কের পুত্র হলেন কৃষক। প্রকৃত কৃষক বঞ্চিত হলেন সরকারি প্রকল্প থেকে। হাইলাকান্দি কৃষি বিভাগের চরম গাফিলতি।হাইলাকান্দি জেলার কৃষি বিভাগের চরম গাফিলতির কারণে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন। এবার ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রকৃত কৃষককে বঞ্চিত করে সরকারি প্রকল্পের ট্রাক্টর বিতরণের নাম উঠেছে হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করের পুত্র জাহাঙ্গীর আলাহী লস্করের। এই বিধায়ক পুত্র জাহাঙ্গীর আলাহী লস্কর সর্বদা বিলাসী গাড়ি নিয়ে জীবন যাপন করেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই বিধায়ক পুত্র কীভাবে কৃষক হলেন। হাইলাকান্দি জেলার কৃষি বিভাগে দুর্নীতি চলছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলার কৃষি
কৃষক হলেন বিধায়কের পুত্র! চা”ঞ্চ”ল্য হাইলাকান্দিতে।Farmers are the sons of legislators! Turmoil in Hailakandi.
আধিকারী আব্দুল বাতেনের একটি বিশেষ ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন, ৭টি ট্রাক্টর হাইলাকান্দি জেলায় বিতরণ করা হয়েছে, এর মধ্যে (২) দুটি আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে, তিন বিধায়কের (৪) চারটি এবং একটি এসটি সম্প্রদায়কে দেওয়া হয়েছে। এখন হাইলাকান্দি জেলার কৃষি আধিকারী আব্দুল বাতেনের ফোন কল রেকর্ড নিয়ে তোলপাড় চলছে। বিধায়ক পুত্র জাহাঙ্গীর আলাহী লস্কর মাটিজুরি ইউথ ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড নামে সরকারি ট্রাক্টর প্রকল্পের অনুমোদন পেয়েছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হাইলাকান্দি জেলার সব সরকারি প্রকল্পের সুবিধা পাবেন কি তিন বিধায়ক ও বিধায়ক পুত্র? এখন দেখার বিষয় হল, সরকার এবং জেলা প্রশাসন বিধায়ক ও জেলা কৃষি আধিকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল