সাবধান! এখন থেকে সাইকেল চালাতে হলে পরতে হবে হেলমেট। আজ থেকে কার্যকরী করা হয়েছে এই নিয়ম। হেলমেট পরিধান করে সাইকেল না চালালে ভর্তুকি দিতে হবে জরিমানা। সাবধান হোন এখন থেকে আপনি সাইকেল চালালে হেলমেট পরিধান করতে হবে। যদি আপনি হেলমেট পরিধান না করেন তাহলে দিতে হবে জরিমানা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের প্রতি এই ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। স্কুলে সাইকেল চালিয়ে যেতে হলে পরিধান করতে হবে হেলমেট। হেলমেট পরিধান করা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক। শিশুদেরকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসন গ্রহণ করেছে এ ধরনের ব্যবস্থা। প্রশাসনের দাবি যে এ
এখন থেকে সাইকেল চালালেও পড়তে হবে হেলমেট। না হলে দিতে হবে জরিমানা। সরকারের নতুন নির্দেশ!From now on, cyclists must wear helmets while riding. Failure to do so will result in a fine. This is a new directive from the government.
ধরনের যানবাহনের নিয়ম মেনে চলার ইচ্ছা বৃদ্ধি করবে শিশুদের মনে , এ ধরনের মনোভাব গড়ে উঠলে পরবর্তী সময়ে যানবাহনের জন্য সম্পূর্ণভাবে সচেতন হয়ে উঠবে তারা । অনেক সময় সাইকেলের জন্য দুর্ঘটনার সম্মুখীন হয় শিশুরা প্রাণও হারাতে হয় শিশুদের যার জন্য প্রশাসন হাতে নিয়েছে এ ধরনের কিছু ব্যবস্থা। উল্লেখ্য যে স্কুলের ইউনিফ্রনের মতোই প্রত্যেক জন সাইকেল নিয়ে স্কুলে আসা ছাত্রছাত্রীরা এখন থেকে পরিধান করতে হবে হেলমেট। এই নিয়ম কার্যকরী হওয়ার জন্য এগিয়ে এসেছে উত্তরপ্রদেশের মীরজাফর প্রশাসন। উত্তরপ্রদেশের মীরজাফর যানবাহন প্রশাসনের এই পদক্ষেপে বর্তমানে সচেতন মহলে আড়ম্বর সৃষ্টি করেছে। মীরজাফরের দুটি ব্যক্তিগত বিদ্যালয় থেকে শুরু করা হবে এই পদক্ষেপ, পরবর্তী সময়ে এই শহরের প্রত্যেক বিদ্যালয় শুরু করা হবে এ ধরনের পদক্ষেপ।ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল।