হাইলাকান্দিতে ফের বন্যায় প্রভাবিত জেলার বিভিন্ন অঞ্চলের জনগণ। হাইলাকান্দি জেলার সরসপুরের বহু অঞ্চল বর্তমানে জলের তলায়। জলের তলায় জেলার বহু বিদ্যালয় ও। গত কয়েকদিন ধরে মুষলধার বর্ষণের ফলে হাইলাকান্দি জেলার সরসপুর অঞ্চলের কয়েকটি গ্রাম জলের তলায় সঙ্গে এই অঞ্চলের কয়েকটি বিদ্যালয়ে যাওয়ার পথ জলের তলায় থাকার জন্য বহু শিক্ষক শিক্ষিকারা যেতে পারছেন না বিদ্যালয়ে। রাস্তা থেকে ঘুরে যেতে হলো শিক্ষক শিক্ষিকাদের। এই
হাইলাকান্দিতে বন্যায় প্রভাবিত বহু অঞ্চল।একাংশ বিদ্যালয় জলের তলায়।Hailakandi district affected many areas due to floods. More school is submerged under water.
সরসপুর ক্লাস্টারের অধীনে প্রায় তেরো টি বিদ্যালয় আছে এবং তাঁর ভিতরে প্রায় আঠটি বিদ্যালয়ে যাওয়ার পথ বন্যায় ডুবে যাওয়ায় বর্তমানে এই বিদ্যালয় গুলো বন্ধ আছে এবং তিনটি বিদ্যালয়ে বর্তমানে পাঠদান চলছে এবং দুটি বিদ্যালয়ে আশ্রয় শিবির খোলা হয়েছে। আশিয়ালী বিলের জল বের হওয়ার ফলে ডুবে গেছে
হাইলাকান্দিতে বন্যায় প্রভাবিত বহু অঞ্চল।একাংশ বিদ্যালয় জলের তলায়।Hailakandi district affected many areas due to floods. More school is submerged under water.
এই অঞ্চল গুলো। শনবিল এবং হাইলাকান্দি জেলার সঙ্গে একমাত্র পূর্ত সড়ক জলের তলায় যার ফলে বর্তমানে হাইলাকান্দি জেলা এবং শনবিলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।ব্যুরো রিপোর্ট ।