ভয়াবহ বাস দূর্ঘটনার শিকার হলেন ত্রিপুরা স্টেট কো-পারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্র ছাত্রী। ডিমাহাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাটি ত্রিপুরাগামী একটি রাতের বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে। AS 01 MC 0243 রেজিস্ট্রেশন নম্বর বহনকারী বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল যখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে (SMCH) নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় প্রাণ হারান দেবরাজ দেববর্মা। তার বাড়ি ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা গেছে। বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাঙ্কের পরীক্ষার্থীরাও ছিল অনেকেই ।।ব্যুরো রিপোর্ট