সর্বনাশা নেশা সামগ্রী উদ্ধার অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলীতে,ধৃত চালক।সন্দেহভাজন বার্মিজ সুপারি বোঝাই একটি মিনি লরি আটক করার 48 ঘন্টার মধ্যে আবারও এক সাফল্য পেল কাঠালতলি পুলিশ। শিলচর থেকে ত্রিপুরায় পাচারের পথে একটি অল্টো গাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে পাচারকারি চালককেও। জানাগেছে-প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কাঠালতলি পুলিশ ফাড়ির সামনে অসম ত্রিপুরা 208 নং জাতীয় সড়কের উপর নাকা চেকিং য়ে বসে স্থানীয় পুলিশ। সন্ধ্যা সাতটা নাগাদ TR-05-0764 নম্বরের একটি লাল রঙের অল্ট্রো গাড়ি খুব দ্রুতগতি আসে। পুলিশ গাড়িটি দাড় করিয়ে তল্লাশি শুরু করে। এতে ওই গাড়ির ডিগি থেকে সাত কার্টুনে ১৭৫ বোতল সর্বনাশা এলকোহল Cloroform স্প্রিট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সঙ্গে সঙ্গে গাড়ি চালক দীপুরাম রিয়াঙকে আটক করা হয়। তল্লাশিতে চালকের বেগ থেকে নগদ প্রায় ত্রিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।চালক জানায়-শিলচরের একটি ফার্মেসি থেকে এই বোতল গুলো নিয়ে আসছে, এবং ত্রিপুরার উনকোটিতে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছে সে। এই তরল
কাঁঠালতলীতে এল্টো কার থেকে উদ্ধার নেশা সামগ্রী, আটক এক।In Kathaaltali, drugs were recovered from an Alto car, and one person has been arrested.
জাতীয় পদার্থ দিয়ে নকল মদ তৈরি সহ আরও অনেক কাজে ব্যবহৃত হয় বলে জানাগেছে।পুলিশ এলকোহল cloroform spirit এর বোতল গুলো ও পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় রেখেছে।ধৃতকে ফাড়িতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজ ধৃতকে আবগারি বিভাগের হাতে সমঝে দেবে কাঁঠালতলী পুলিশ।উল্লেখ্য কাঠালতলির বিভিন্ন সড়ক পথে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী সহ বার্মিজ সুপারি পাচারের অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের এই ধরনের সাফল্যে খুশি সচেতন জনগণ।রঞ্জিত কৈরীর রিপোর্ট নিউজ অবিকল