বিষাক্ত সাপ এই রেল স্টেশনে,মালপত্র ফেলে দৌড় যাত্রীদের।বিষাক্ত সাপ ঘুরছে ব্যস্ত স্টেশনের প্ল্যাটফর্মে, মালপত্র ফেলে দৌড় দিলেন যাত্রীরাঅনেকেই হাতে ব্যাগ নিয়ে এসেছিলেন ট্রেন ধরতে। ব্যস্ত স্টেশন। ভিড়ও যথেষ্ট। সেখানেই সব ভিড় ফাঁকা হয়ে গেল নিমেষে। ব্যাগ ফেলেই পালালেন যাত্রীরা।ব্যস্ত স্টেশন চত্বর। অনেক যাত্রীর ভিড়। স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে অনেকেই অপেক্ষায়। ট্রেন আসার জন্য তাঁদের সেই অপেক্ষা কিন্তু দিনের আলোয় রাতের দুঃস্বপ্নের মত ঠেকল। অনেকেই ছুটলেন। শুধু ছুটলো না, সঙ্গে থাকা মালপত্র ফেলেই অনেকে দৌড় দিলেন।তখন আর মালপত্র নিয়ে যাওয়ার
বিষাক্ত সাপ এই রেল স্টেশনে,মালপত্র ফেলে দৌড় যাত্রীদের।Poisonous snakes at this train station make passengers drop their luggage and run.
চেষ্টারও সময় তাঁদের হাতে নেই। কেন এমন হল? একটি বিষাক্ত ৬ ফুটের সাপ প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় এই কাণ্ড।স্টেশনে দিনের আলোয় এভাবে একটি সাপ কীভাবে এল তা পরিস্কার নয়। তবে সে সাপ প্ল্যাটফর্মের ওপর এঁকে বেঁকে চলতে শুরু করতেই যে যেদিকে পারেন দৌড় দেন।কেউ কেউ দূর থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেন। সাপের প্ল্যাটফর্মের ওপর এঁকে বেঁকে চলার সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।উত্তরাখণ্ডের যোগনগরী হৃষীকেশের রেলস্টেশনের এই ঘটনা দ্রুত যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। সকালে ট্রেন ধরতে এসে বা ট্রেন থেকে নেমে যাত্রীরা প্ল্যাটফর্মে মূর্তিমান সাপ দেখে ভয় পেয়ে যান। অনেকে আবার চেঁচিয়ে জানাতে থাকেন সাপ ঘুরছে প্ল্যাটফর্মে।জানা যাচ্ছে সাপটি ট্রেন লাইন থেকে আচমকাই উঠে প্ল্যাটফর্মে চলে আসে। পরে অবশ্য সে কিছুক্ষণ প্ল্যাটফর্মেই ঘুরে একটি গর্তের মত জায়গায় প্রবেশ করে। বিষয়টি রেল আধিকারিকদেরও নজরে আসে। তাঁরা বিষয়টি নিয়ে পদক্ষেপ করেন। যাত্রীদের নিশ্চিন্ত করার চেষ্টা হয়।বিষাক্ত সাপ এই রেল স্টেশনে,মালপত্র ফেলে দৌড় যাত্রীদের। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।