মঙ্গলবার এক বিজ্ঞপ্তি যোগে ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে করিমগঞ্জ জেলার ১ থেকে ২০ নম্বর জেলা পরিষদের আওতাধীন আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচকদের অবগতির জন্য ২০২৪ সালের পয়লা জানুয়ারি তারিখের যোগ্যতার ভিত্তিতে পঞ্চায়েতের এই খসড়া ভোটার তালিকা আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের OERMS ওয়েব সাইট
করিমগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ।The draft voter list for the panchayat elections has been published in Karimganj.
https://ermssec.gov.in এ প্রকাশ করা হয়েছে। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য https://ermssec.gov.in পোর্টালে ক্লিক করতে হবে। এতে ভোটার তালিকার পিডিএফ ডাউনলোড করার পদ্ধতি হচ্ছে প্রথমে জিলা বা মহকুমার সদর বাছাই করতে হবে, তারপর জিলা পরিষদ সমষ্টির নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ওয়ার্ডের নাম, ভোটকেন্দ্রের নাম বাছাই করে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে। এপিক (EPIC) নম্বর দিয়ে অনুসন্ধান করার জন্য জিলা বা মহকুমা সদর বাছাই করে এবং
করিমগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ।The draft voter list for the panchayat elections has been published in Karimganj.
EPIC নম্বরটি অন্তর্ভুক্ত করে সন্ধান বোতামটি ক্লিক করতে হবে। উল্লেখ্য এই খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৮৫৭৩২৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৪৩৬১৮০, মহিলা ৪২১১২৭ এবং অন্যান্য ১৯ জন। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।