হাইলাকান্দিতে পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে এআইইউডিএফ বিধায়কের ক্ষোভ।বিধানসভার ডিলিমিটেশন সৃষ্টি করেছিল শত্রুতা, কিন্তু পঞ্চায়েত ডিলিমিটেশন আবার সৃষ্টি করেছে মিত্রতা। গাঁও পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনের খসড়া প্রকাশ পাওয়ার পর, হাইলাকান্দির দুই এআইইউডিএফ বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী এবং সুজাম উদ্দিন লস্কর আবার একজোট হয়েছেন। ডিলিমিটেশনের মাধ্যমে জেলার ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছেন এই দুই বিধায়ক। বিধানসভার ডিলিমিটেশনের পর, দুই বিধায়কের মধ্যে সৃষ্ট মতানৈক্য শেষ হলো পঞ্চায়েত ডিলিমিটেশনের মাধ্যমে। দুই বিধায়ক আবার এক মঞ্চে এসে যৌথভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। হাইলাকান্দি জেলার পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশন প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের দুই বিধায়ক গুরুতর অভিযোগ তুলেছেন।
ডিলিমিটিশিন নিয়ে হাইলাকান্দির দুই বিধায়ক চটে লাল।The two MLAs from Hailakandi are upset over the delimitation process
কাটলিছড়া আসনের বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং আলগাপুর আসনের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে ডিলিমিটেশন প্রক্রিয়ায় নিয়মের লঙ্ঘন এবং ইচ্ছাকৃত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সুজাম উদ্দিন লস্কর বলেন, ঘোষিত খসড়া প্রস্তাবটি ডিলিমিটেশনের এস ও পি অনুযায়ী প্রস্তুত করা হয়নি। তিনি বলেন, “হাইলাকান্দি জেলার জনসংখ্যার ঘনত্ব ৪৯৭ জন প্রতি বর্গকিলোমিটার, যা এস ও পি-এর ‘এ’ শ্রেণীতে পড়ে। কিন্তু হাইলাকান্দি আসনের বিভাজন ‘সি’ শ্রেণীতে করা হয়েছে, যেখানে আলগাপুর-কাটলিছড়া আসনের বিভাজন ‘এ’ শ্রেণীতে করা হয়েছে।” তিনি আরও বলেন, ডিলিমিটেশনের পর হাইলাকান্দি আসনের গাঁও পঞ্চায়েতগুলির জনসংখ্যা ৪ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত হচ্ছে, যেখানে আলগাপুর-কাটলিছড়া আসনের ৩২টি গাঁও পঞ্চায়েতের ভোটারের সংখ্যা ৮ হাজার থেকে ১১ হাজারে বৃদ্ধি পেয়েছে। লস্কর প্রশ্ন তোলেন, “একই জেলায় দুই আসনে ভিন্ন নিয়ম কীভাবে হতে পারে?” লস্কর অভিযোগ করেন যে একটি রাজস্ব গ্রামের চারটি অংশ বিভাজন করা হয়েছে এবং খসড়া প্রস্তুতকারী
ডিলিমিটিশিন নিয়ে হাইলাকান্দির দুই বিধায়ক চটে লাল।The two MLAs from Hailakandi are upset over the delimitation process
চারজন কর্মকর্তা এসওপি মানেননি। এই বিষয়ে তারা জেলা উপায়ুক্তের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “যদি এই খসড়া বহাল থাকে, তবে সমগ্র জেলায় আন্দোলন গড়ে তোলা হবে।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল