অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলীতে রহস্যজনক মৃত্যু এক ব্যক্তির।ছেলে জেলে যাওয়ার মাত্র তিনদিনের মাথায় রহস্যজনক মৃত্যু অসুস্থ পিতার। ঘটনা পাথারকান্দির সমষ্টির কাঠালতলিতে। জানাগেছে-কাঠালতলির বাঙ্গনবস্তি গ্রামের বাসিন্দা দিন দয়াল কৈরী শনিবার সকাল আটটা নাগাদ নিজ বাড়ির একটি আগর গাছে ফাস লাগানো অবস্থায় দেখতে পান তারই স্ত্রী উর্মিলা কৈরী। স্বামীর এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন সহ স্থানীয় জিপির ওয়ার্ড সদস্যকে খবর দেন। প্রচুর লোক এসে জড়ো হন। ওয়ার্ড সদস্য ঘটনাস্থলে গিয়ে কাঠালতলি পুলিশ কে খবর দেন। খবর পেয়ে কাঠালতলি পুলিশ ফাঁড়ির এসআই রিন্টু গগৈ ঘটনাস্থলে পৌছেন। সেখানে উপস্থিত হন পাথারকান্দি সার্কেল আধিকারিক বালিনবাবা বালারি। সার্কেল আধিকারিকের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। এদিকে যদিও শাড়ি দিয়ে গলায় ফাস লাগানো ছিল।তবে দুটি পা মাটিতেই লাগানো রয়েছে। তাছাড়া ওই লোকটির প্যারালাইসিস রোগে এক পা এক হাত অসুস্থ ছিল। অপরদিকে তারই ছেলে পেশায় মিনি ট্রাক চালক সুজিৎ কৈরি তিনদিন আগে সন্দেহভাজন বার্মিজ সুপারি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সুপারি সহ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এদিকে এই ঘটনা আত্মহত্যা না অন্য কিছু তা নিয়েও দ্বন্দে একাংশ জনতা। তবে পুলিশের সঠিক তদন্তে ঘটনার আসল বিষয় বেরিয়ে আসবে বলে মনে করেন সচেতন মহল। উল্লেখ্য ময়নাতদন্তের পর আজ মৃতদেহ পরিবার বর্গের হাতে সমঝে দিবে পুলিশ।