ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ৩৮ নং বিলবাড়ী এলপি স্কুলে ছাত্রছাত্রী ও এলাকার জনগণের মধ্যে ফল বিতরণ করেন পাথারকান্দি মন্ডল বিজেপির ওবিসি মোর্চার সভাপতি মনোজ সিনহা ওরফে সোনাগো। আজ পাথারকান্দি সমষ্টির অন্তর্গত পাত্রগ্রামস্থিত ৩৮ নং বিলবাড়ী এল পি স্কুলে এক সভার আয়োজন করে ফল বিতরণ করেন মনোজ সিনহা।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওবিসি মোর্চার ফল বিতরণ।Distribution of sweets by the OBC Morcha on the occasion of the Prime Minister’s birthday.
প্রথমে অতিথিদের গামছা দিয়ে সএবর্ধনা জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ শান্তিলাল সিনহা, ওবিসি মোর্চার পদাধীকারীরা সহ স্কুলের শিক্ষকরা।জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল