করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিযোগে করিমগঞ্জ পৌর এলাকার সব নাগরিকদের তাঁদের গৃহ, দোকান ইত্যাদির জমা হওয়া আবর্জনা যত্রতত্র ফেলে শহরকে নোংরা না করতে আহ্বান জানিয়েছেন। এতে জানানো হয়েছে যে পৌরসভা কার্যালয় থেকে প্রতিদিন সকাল ও রাত্রিবেলা আবর্জনা সংগ্রহের গাড়ি পাঠানো হচ্ছে। তাই সকল নাগরিকদের আবর্জনা সংগ্রহের ওই নির্ধারিত গাড়িতে সংগ্রহিত আবর্জনা দিয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে যে গত ১৪ নভেম্বর থেকে শহরে উপযুক্ত রশিদ সহকারে ইউজার ফীজ সংগ্রহ করা হচ্ছে। তাই সর্বস্তরের নাগরিকদের রসিদের বিনিময়ে ফিজ সংগ্রহকারীদের ইউজার ফিজ জমা দিতে এবং এ ব্যাপারে সবধরণের সহযোগিতা করতে কার্যবাহী আধিকারিক অনুরোধ জানিয়েছেন। এতে শহরে যত্রতত্র আবর্জনা না ফেলতে এবং বিনা রসিদে কোন ধরনের ফিজ না দিতেও সতর্ক করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।