করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া, পাথারকান্দি, দুল্লভছড়া ও উত্তর করিমগঞ্জ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প বা আইসিডিএস প্রকল্পের অধীনের অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতে লোয়াইরপোয়া আইসিডিএস প্রকল্পের ২৯টি অঙ্গনওয়াডি কেন্দ্রের ৮টি কেন্দ্রে অঙ্গনওয়াডি কর্মী এবং ২১টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। পাশাপাশি পাথারকান্দি আইসিডিএস প্রকল্পের অধীনে ৬৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ২৭টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৩৭টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য তথা দুল্লভছড়া আইসিডিএস প্রকল্পের অধীনে ২৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১৪টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও ১৫টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এছাড়া উত্তর করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের অধীনে ৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১৬টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও ৩৪টি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতে ওই আইসিডিএস প্রকল্পগুলির শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকরা পৃথক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে, ভারতীয় নাগরিক মহিলা প্রার্থী যারা অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবা দান করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় নথিপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সহ নির্ধারিত প্রপত্রে দরখাস্ত জমা দিতে পারবেন। এতে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকাদের স্বেচ্ছায় সেবা দান করতে হবে। প্রার্থীদের ওই অঙ্গনওয়াডি কেন্দ্রের স্থানীয় মহিলা হতে হবে। এই পদগুলির জন্য প্রার্থীদের বয়স চলতি বছরের পয়লা জানুয়ারি তারিখে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে হতে হবে। অঙ্গওয়াডি কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াডি সহায়িকা পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে। দরখাস্ত আগামী ২০ নভেম্বর পর্যন্ত সব কর্ম দিবসে সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে সংশ্লিষ্ট আইসিডিএস প্রকল্প আধিকারিকদের কার্যালয়ে জমা দিতে হবে। বিস্তারিত বিবরন নির্ধারিত আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।
লোয়াইরপোয়া,পাথারকান্দি, দুল্লভছড়া ও উত্তর করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াডি কেন্দ্রে কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান ।Applications are invited for the recruitment of workers and assistants in Anganwadi centers of Loairpoa, Patharkandi, Dullabchra and Uttar Karimganj ICDS projects.
Leave a review
Leave a review