রাজ্যে আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত লোকসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় ১৭ এপ্রিল বিকাল ৪টা থেকে ১৯ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত ড্রাইডে ঘোষণা করা হয়েছে। এতে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন ও ২০১৬ সালের আসাম আবগারি আইন ও ধারা অনুসারে আসামের রাজ্যপাল মিজোরাম রাজ্যে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য আসামের সীমান্তবর্তী এলাকায় সব ধরণের নেশা জাতীয় সামগ্রী ও মদ বিক্রি, সেবন ও বহন ইত্যাদিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা আয়ুক্ত করিমগঞ্জ জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় ড্রাইডে ঘোষণা করে এক আদেশ জারি করেছেন। ওই আদেশ অনুসারে করিমগঞ্জ জেলার আসাম-মিজোরাম সীমানায় পাথারকান্দি আবগারি চক্রের অধীনে শ্রীমতী রুবি রাণী সাহা, শ্রী স্বপন দাস, শ্রী বিশ্বজিৎ নাগ চৌধুরী, শ্রী রঞ্জিত কুমার পাল, শ্রী আশিস পাল, শ্রীমতী রিঙ্কু রাণী ভৌমিক, ভোলা ত্রিপুরা, শ্রী উমা শঙ্কর গোয়ালার দেশী ও বিদেশী মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি, দুল্লভছড়া আবগারি চক্রের অধীনে শ্রীমতী নন্দিতা আচার্যী, শিবু নাথ ও শ্রী অমিত কুমার সিংহের মদের দোকান ১৭ এপ্রিল বিকাল ৪টা থেকে ১৯ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ভোট গণনার দিন অর্থাৎ ৪ জুন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং যদি কোনো রিপোল হয় তবে ওই দিনও ওই আদেশ অনুসারে সংশ্লিষ্ট এলাকায় ড্রাইডে থাকবে।