সকল স্তরের শ্রমিকদের ন্যূনতম মজুরী বৃদ্ধির কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকার, সর্বস্তরের শ্রমিকদের ন্যূনতম মজুরী বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ভ্যারিয়েবেল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা পরিবর্তনশীল মহার্ঘ্যভাতার হার সংশোধন করে অদক্ষ, স্বল্প দক্ষ, কেন্দ্রীয় সরকার, সর্বস্তরের শ্রমিকদের ন্যূনতম মজুরী বৃদ্ধির কথা ঘোষণা করেছে।দক্ষ এবং অতি দক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরীর হার বাড়ানো হচ্ছে। পাশাপাশি, এই মজুরি স্থির করা হয়েছে ভৌগলিক এলাকার ভিত্তিতে A,B ও C শ্রেণীভুক্ত হিসেবে। পয়লা অক্টোবর থেকে মজুরীর নতুন হার কার্যকর হবে।এ’ শ্রেণীর এলাকায় নির্মাণ, সাফাই এবং মাল ওঠানো নামানোর অদক্ষ কাজের জন্য দৈনিক মজুরী হবে ৭৮৩ টাকা। স্বল্প দক্ষ শ্রমিকের ন্যূনতম দৈনিক মজুরী ৮৬৮ এবং দক্ষ, ক্ল্যারিক্যাল ও অস্ত্র ছাড়া সুরক্ষার কাজে
সকল স্তরের শ্রমিকদের ন্যূনতম মজুরী বৃদ্ধির কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।The central government has announced an increase in the minimum wage for workers at all levels.
নিযুক্তদের মজুরী হবে ৯৫৪ টাকা। অতিদক্ষ কর্মীরা সংশোধিত হারে দৈনিক এক হাজার ৩৫ টাকা মজুরী পাবেন ।সকল স্তরের শ্রমিকদের ন্যূনতম মজুরী বৃদ্ধির কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল।