পাথারকান্দি নাট্যজনের আয়োজনে এবং টাউন কালীবাড়ি সমিতির সহযোগিতায় মহালয়ার দিন অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুর্গাপূজার ষষ্ঠীর দিন, ৯ অক্টোবর সন্ধ্যায় টাউন কালীবাড়ি মণ্ডপে সম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে শিল্পের প্রতিভা বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দুইটি বিভাগে মোট ১২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।প্রথম বিভাগ, ‘ক’ বিভাগে (ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ) অংশ নেয় ৬৯ জন প্রতিযোগী, এবং ‘খ’ বিভাগে (ক্লাস সিক্স থেকে ক্লাস টেন) অংশ নেয় ৫৬ জন প্রতিযোগী। ‘ক’ বিভাগের প্রতিযোগীরা দুর্গাপূজা সম্পর্কিত যে কোনো চিত্র এঁকে তাদের সৃজনশীলতা প্রদর্শন করেন, আর ‘খ’ বিভাগের প্রতিযোগীদের চিত্রের বিষয় ছিল দুর্গা প্রতিমার মুখমণ্ডল বা পুরো প্রতিমা। প্রতিযোগীদের প্রতিটি চিত্র দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।পুরস্কার বিজয়ীদের তালিকা:‘ক’ বিভাগ:প্রথম পুরস্কার: কনিষ্কা দেবনাথদ্বিতীয় পুরস্কার: রিম্পি সিনহাযুগ্মভাবে তৃতীয় পুরস্কার: দীপশিখা রায় ও শতাব্দী নাথ‘খ’ বিভাগ:প্রথম পুরস্কার: বিশাখা সরকারদ্বিতীয়
পাথারকান্দিতে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।Prize distribution ceremony for the drawing competition in Patharkandi.
পুরস্কার: নবনীতা দেবতৃতীয় পুরস্কার: পরিণীতা চক্রবর্তীপুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি কলেজ অফ এডুকেশনের ফাইন আর্টস বিভাগের lecturer শ্রী অজয় দাস। তাকে সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। তার বক্তব্যে তিনি প্রতিযোগীদের শিল্পপ্রতিভার ভূয়সী প্রশংসা করেন এবং এতজন অংশগ্রহণকারীর মধ্যে থেকে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা কতটা কঠিন ছিল, সে প্রসঙ্গও তুলে ধরেন। তিনি প্রতিযোগীদের সাফল্য কামনা করে তাদের সৃজনশীল দক্ষতার বিকাশের জন্য শুভেচ্ছা জানান।মঞ্চে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রণজিৎ ধর, সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, এবং রণবীর দাস প্রমুখ, যাদের হাত দিয়েই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পাথারকান্দি নাট্যজনের কর্মীদের মধ্যে আয়ুশ দাস, অমিত পাল, নবজিৎ রায়, বিপ্রজিৎ দাস, মৃণ্ময় দেব, সজল দেবনাথ, রিমা দেব, অনন্যা শর্মা,
পাথারকান্দিতে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।Prize distribution ceremony for the drawing competition in Patharkandi.
দেবস্মিতা দেবরায় এবং শুভ্রজীৎ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।অনুষ্ঠানের সঞ্চালক তথা পাথারকান্দি নাট্যজনের সাধারণ সম্পাদক রাজেশ দে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং টাউন কালীবাড়ি সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল